আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৬:৫২:২৫
আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ

আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় বিজ্ঞাপন আকারে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশ অনুযায়ী, বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরান। তিনি গত ২৫ মে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে শুধু শেখ হাসিনার নামই নয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০)-এর নামও রয়েছে। এই দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ করা হয়েছে, আগেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তাঁরা কোনো জবাব দাখিল করেননি বা ট্রাইব্যুনালে হাজির হননি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ হিসেবে আবারও তাঁদের ৩ জুন সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সশরীরে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যেও যদি তাঁরা হাজির না হন, তাহলে ট্রাইব্যুনাল তাঁদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এখন পর্যন্ত চিফ প্রসিকিউটরের আনীত আসল অভিযোগের বিষয়বস্তু বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এটি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ