লক্ষ্মীপুরে খাল দখলদারদের উচ্ছেদ, ২১টি দোকান সরালো প্রশাসন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৪:৫২:০৩
লক্ষ্মীপুরে খাল দখলদারদের উচ্ছেদ, ২১টি দোকান সরালো প্রশাসন

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহে বাধা অপসারণে লক্ষ্মীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। সোমবার (২৬ মে) সকাল থেকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

অভিযান পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। অভিযানে খালের ওপর গড়ে ওঠা ২১টি দোকানঘর ভেঙে ফেলা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা খাল ও সরকারি জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই সঙ্গে খালের পানি দূষিত হয়ে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।

সহকারী কমিশনার মজিবুর রহমান বলেন,

"খাল ও সরকারি জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা না মানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়।"

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবেন না। অনেকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, তবে ক্ষতিগ্রস্ত দোকানিরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে,

“দীর্ঘদিন পরে হলেও প্রশাসনের এ উদ্যোগে খালটি আবার সচল হবে এবং বর্ষায় জলাবদ্ধতা কমবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত