ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৪:৪৭:৪৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির দু’টি গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সূত্র জানায়, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ উভয়ই আলফাডাঙ্গা চৌরাস্তার মোড়ে আলাদা সভার আয়োজন করে। সভাস্থল ঘিরে উভয় পক্ষের নেতাকর্মীরা স্বল্প দূরত্বে জমায়েত হতে শুরু করলে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। পরে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুরো বাজার এলাকা ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।

আলফাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, “উভয় পক্ষকে বুঝিয়ে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

উল্লেখ্য, ১৪৪ ধারা অনুযায়ী, ওই এলাকায় চার বা তার অধিক ব্যক্তি একত্রে জড়ো হতে পারবেন না, এবং কোনো সভা-সমাবেশ বা বিক্ষোভ নিষিদ্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

ফরিদপুর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। নাসির ও ঝুনু গ্রুপের মধ্যে প্রভাব বিস্তার ও সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রায়শই উত্তেজনার রূপ নেয়। দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ সত্ত্বেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার বিরোধ দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ