পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে আইফোন ছিনতাই, পুলিশের নিষ্ক্রিয়তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৩:৫৭:০৫
পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে আইফোন ছিনতাই, পুলিশের নিষ্ক্রিয়তা

রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনের নিচে জনসমক্ষে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। ধারালো অস্ত্রের মুখে তার আইফোন ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। পুরো ঘটনাটি ধরা পড়ে আশপাশের সিসিটিভি ক্যামেরায়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভুক্তভোগী আল-আমিন রানা, নিকুঞ্জ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি ঘটনার সময় রাত সাড়ে ১১টার দিকে বাসে করে কাজ শেষে পল্লবী মেট্রো স্টেশনের কাছে নামেন এবং হেঁটে বাসার দিকে রওনা দেন। এ সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইলটি ছিনিয়ে নেয়।

আল-আমিন বলেন,

“ঘটনার পর পরই আমি পল্লবী থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। কিন্তু পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি। এসআই জয় দাশের মোবাইল নম্বর দেওয়া হলেও তিনি ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল-আমিন যখন ফুটপাত ধরে হাঁটছিলেন, তখন পেছন থেকে ধাওয়া করে তাকে ঘিরে ফেলে তিন যুবক। একজন সামনের দিকে গিয়ে গতি রোধ করে। এরপর ধস্তাধস্তি করে তার মুঠোফোন কেড়ে নেয় এবং একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর তারা দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যায়।

আল-আমিন নিজে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় দেখিয়েছেন। কিন্তু পুলিশ ঘটনার বিষয়ে এখনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তার। এসআই জয় দাশ বলেছেন,

“পল্লবী এলাকায় অপরাধ প্রবণতা বেশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আল-আমিনের বিষয়ে এখনো কিছু জানি না, খোঁজ নিচ্ছি।”

থানার ওসি শফিউল আলম বলেন,

“আমি গতকালই যোগ দিয়েছি। ঘটনাটি সম্পর্কে এখনো জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

পল্লবীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মেট্রো স্টেশনের নিচে এভাবে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ,

“স্টেশন এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল নেই। অন্ধকার ফুটপাতগুলো ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ