সীমান্তে বিজিবির হাতে আটক ১২ ভারতীয় গরু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৩:১২:০২
সীমান্তে বিজিবির হাতে আটক ১২ ভারতীয় গরু

ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে বেআইনিভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ প্রেক্ষিতে গত শনিবার (২৪ মে) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুটি অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা এলাকা থেকে ১০টি এবং বাংলাবাহার ইউনিয়নের জুমগাঁও এলাকা থেকে ২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গবাদিপশুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের এক প্রতিক্রিয়ায় বলেন, “ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড রুখতে বিজিবির অভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, "চোরাচালান দমন নিয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনোভাবে তা প্রতিহত করা হবে।"

তিনি জানান, আটক গরুগুলো যথাযথ প্রক্রিয়ায় শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে সীমান্ত এলাকায় বেআইনি পশু পাচারের ঘটনা বৃদ্ধি পায়। তবে বিজিবি বলছে, এ বছর সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

এ ধরনের কঠোর নজরদারির ফলে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বজায় থাকছে বলে মনে করছেন স্থানীয়রা।

-সোহাগ, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ