প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১০:২৩:৫১
প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি

১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (২৭ মে) থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন। এই আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বলে জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আমরা এর আগে ৫ থেকে ১৫ মে পর্যন্ত এক ঘণ্টা, এরপর দুই ঘণ্টা ও পরে আধাবেলা কর্মবিরতি পালন করেছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি কার্যকর করা হয়েছে।”

সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ১০ম গ্রেড বাস্তবায়নের। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি এই পদকে এন্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করে, যা নিয়ে শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় তারা এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন।

তিন দফা দাবি

১. সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৪ লাখ সহকারী শিক্ষক কর্মরত। পূর্ণ দিবস কর্মবিরতির কারণে এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এখনো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি প্রতিক্রিয়া বা আলোচনার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আন্দোলন অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ