ঐক্যে সাহস পেয়েছি: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ০৯:১৪:৫০
ঐক্যে সাহস পেয়েছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক বিভাজন কাটিয়ে সব পক্ষকে একসঙ্গে বসাতে পারায় তিনি আশাবাদী এবং এতে জাতি হিসেবে সাহস ফিরে পেয়েছে।

রোববার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, "প্রধান উপদেষ্টা মনে করেন, আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পর যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিভাজন কাটিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমাদের অর্জন যাতে টিকিয়ে রাখা যায়, সেটিই এখন মূল লক্ষ্য।"

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, "যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারি, আমি নিজেকে অপরাধী ভাবব। অভ্যুত্থানের ফলে যে ‘মহা সুযোগ’ এসেছে, তা কাজে লাগিয়ে ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠনের পথে নিতে হবে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর থেকেই দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ কেউ চায় আমরা ব্যর্থ হই, দেশ ভেঙে পড়ুক, আবার যেন পরাধীনতার ছায়ায় ফিরি। কিন্তু যতদিন আমি দায়িত্বে আছি, দেশের ক্ষতির কোনো কাজে আমাকে ব্যবহার করা যাবে না এটি আমি নিশ্চিত করতে চাই।"

প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন, জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

- অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ