ভারতে ব্লক ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১০:৩১:৩৯
ভারতে ব্লক ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল

সত্য নিউজ: ভারতে বাংলাদেশের চারটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করা হয়েছে। ভারতীয় সরকার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ইউটিউবকে এ নির্দেশনা দেয়। এর ফলে ভারতে বসবাসরত দর্শকরা যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলগুলোতে প্রবেশ করতে পারছেন না।

ভারতীয় আইটি আইনের ৬৯এ ধারার আওতায়, সরকার কোনো অনলাইন কনটেন্টকে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে। এই প্রেক্ষাপটে, ইউটিউব ভারতের দর্শকদের জন্য উল্লিখিত চ্যানেলগুলোর কনটেন্ট ব্লক করেছে।

স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব জানিয়েছে, তারা ভারতীয় ভিপিএন ব্যবহার করে ৩৮টি বাংলাদেশি চ্যানেল পরীক্ষা করে দেখেছে। এর মধ্যে উল্লিখিত চারটি চ্যানেল ভারতে প্রবেশযোগ্য নয় বলে নিশ্চিত হয়েছে। যমুনা টিভি ইউটিউবের কাছ থেকে একটি নোটিশ পেয়েছে, যেখানে বলা হয়েছে, ভারত সরকারের অনুরোধে তাদের চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে এবং ভবিষ্যতের আপলোডগুলোও ভারতীয় দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে।

এই পদক্ষেপটি এমন সময়ে এসেছে যখন ভারতীয় সেনাবাহিনী ৬-৭ মে রাতে "অপারেশন সিন্দুর" নামে একটি সামরিক অভিযান চালায়। এই ঘটনার পর ভারতের মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী কভারেজ বৃদ্ধি পায়। এর আগে, ভারত সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন কনটেন্ট ব্লক করেছে।

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমদ এই পদক্ষেপকে ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি ইউটিউবকে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলেছেন, অন্যথায় পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই ঘটনাটি দুই দেশের মধ্যে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ