বিষপান ৪ জুলাই যোদ্ধার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ০৮:২৬:২৮
বিষপান ৪ জুলাই যোদ্ধার

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। জুলাই গণ-আন্দোলনে আহত চারজন যোদ্ধা রোববার দুপুরে সেখানে বিষপান করেন। তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসা শেষে জানানো হয়, তারা আশঙ্কামুক্ত।

আহতদের পরিচয় জানা গেছে তারা হলেন মারুফ হোসেন (২২), আমির হামজা শিমুল (১৮), আবু তাহের এবং সাগর। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. খায়ের বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও (অব.) লে. কর্নেল কামাল আকবরের সঙ্গে বৈঠক চলছিল, যেখানে আহত যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময়ই বিষপানের খবর পাওয়া যায়। আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি।”

পরে সন্ধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনাটি গভীরভাবে মর্মাহত করেছে সংশ্লিষ্ট সকলকে। বিবৃতিতে বলা হয়, যোদ্ধাদের মধ্যে হতাশা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা থেকেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষপানকারী যোদ্ধাদের একজন কিছুদিন আগেই বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

প্রসঙ্গত, ফাউন্ডেশনের সিইও এবং সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালক যৌথভাবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলেন, যেখানে জুলাই যোদ্ধাদের চিকিৎসা, মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। তাদের উদ্দেশ্য ছিল যোদ্ধাদের প্রতি অবহেলা কিংবা অবমূল্যায়ন যেন না হয়, তা নিশ্চিত করা।

ঘটনার পরপরই দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে স্থানান্তর এবং চিকিৎসার জন্য যেসব মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

লে. কর্নেল (অব.) কামাল আকবর বলেন, “জুলাই যোদ্ধারা আমাদের অহংকার। কোনো যোদ্ধা যেন একাকী বা উপেক্ষিত বোধ না করেন, সে জন্য ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকি।”

এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, সমাজে সংগ্রামীদের প্রতি সম্মান ও সহানুভূতির চর্চা কতটা অপরিহার্য। এ মুহূর্তে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মানবিক উদ্যোগ, যাতে এমন সাহসী মানুষরা জীবনের সঙ্গে লড়াই করার অনুপ্রেরণা পান।

- ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ