চোখ হারানো চার জুলাই যোদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ০৮:২৯:৩১
চোখ হারানো চার জুলাই যোদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার যোদ্ধা—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)—বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এক বিবৃতিতে ফাউন্ডেশনের সিইও লে. কর্নেল (অব.) কামাল আকবার জানান, এটি নিছক আত্মহত্যার চেষ্টা নয়—এটি সমাজের অবহেলা ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।তিনি বলেন, “চারজনই দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন। তাদের একজন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, ও সামাজিক অবজ্ঞা এই চূড়ান্ত সিদ্ধান্তে প্ররোচিত করেছে।”

এই ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার যোদ্ধার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেন। দলের ‘আমরা বিএনপি পরিবার’ সেলের মাধ্যমে তাদের সার্বিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

রোববার দিবাগত রাতে তারেক রহমানের নির্দেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে উপস্থিত হন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি চারজন যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন:

  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন
  • ড্যাবের সাবেক যুগ্ম-মহাসচিব ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু
  • ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন
  • জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল
  • কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মঞ্জুরুল আজিজ ইমন
  • ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান
  • সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন
  • এবং কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ