নাহিদ হুঁশিয়ারি: সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ১০:২৪:৪৭
নাহিদ হুঁশিয়ারি: সিদ্ধান্ত না এলে ঢাকা মার্চ

সত্য নিউজ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না হলে দেশের প্রতিটি অঞ্চল থেকে রাজধানী ঢাকামুখী গণমার্চ শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার (৯ মে) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলামের এই সতর্কবার্তা আসে এমন এক সময়ে, যখন শাহবাগ মোড়ে বিরোধী রাজনৈতিক জোটের অবস্থান কর্মসূচি টানা চলছে। তিনি বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব গণতান্ত্রিক শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ব্লকেড চালু হয়েছে। এখনো সময় আছে, দ্রুততম সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকামুখী হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী, ইসলাম ও মানবতা বিরোধী ফ্যাসিস্ট মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী ও জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে একই দিন আরেকটি পোস্টে তিনি তিনটি কেন্দ্রীয় দাবি উত্থাপন করেন:

  1. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে;

  2. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার অন্তর্ভুক্ত করতে হবে;

  3. জুলাই ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে।

এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত থাকবে এবং পরিস্থিতির প্রেক্ষিতে আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে "দ্বিতীয় গণ-অভ্যুত্থান" ঘোষণা করা হতে পারে।

বর্তমানে শাহবাগ মোড়ে সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী এবং জুলাই আন্দোলনের আহত অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি রয়েছে। আন্দোলনকারীরা দাবি করছেন, এটি শুধুমাত্র একটি দলবিরোধী আন্দোলন নয়, বরং দেশের ‘সার্বভৌমত্ব রক্ষার লড়াই’।

এই পরিস্থিতির প্রেক্ষিতে রাজধানীতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে প্রশাসন ও কূটনৈতিক মহল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ