তারেক রহমান: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ০৮:০২:৩১
তারেক রহমান: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন। রোববার (২৫ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “সরকারকে অবশ্যই জনগণের ন্যায্য দাবি শুনতে হবে এবং মানতে হবে। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো স্থান নেই।” তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে একটি সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা।”

তিনি আরও জানান, সদ্য অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বৈঠকের পর বিএনপি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। “আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে পূর্ণ সমর্থন জানিয়ে আসছি,” বলেন তিনি।

তারেক রহমান দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘জবাবদিহিমূলক নয়’ আখ্যায়িত করে বলেন, “এই সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন না থাকলেও, জনগণের কাছে এর জবাবদিহিতা নেই। এ ধরনের সরকার ক্ষমতায় থাকলে পরিকল্পনার স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হয় না।” তিনি আরও যোগ করেন, “জনগণকে অন্ধকারে রেখে এবং রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে নেওয়া সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না।”

অর্থনৈতিক বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “বাজেট পাসের ঠিক আগে হঠাৎ এনবিআর সংস্কারের উদ্যোগ বর্তমান অর্থনীতির জন্য হুমকি হতে পারে। এনবিআরের মতো গুরুত্বপূর্ণ রাজস্ব সংস্থায় হঠাৎ করে চাপিয়ে দেওয়া সংস্কার রাজস্ব আদায়ে অচলাবস্থা তৈরি করছে।”

তারেক রহমান হুঁশিয়ার করে বলেন, “গণতন্ত্রের অনুপস্থিতিতে পরাজিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ খুঁজছে। এই পরিস্থিতিতে জনগণকে তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে।” তিনি বলেন, “যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে স্বৈরাচারী চরিত্র ধারণ করা সময়ের ব্যাপার মাত্র।”

তিনি নাগরিকদের প্রতি সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “জনগণকে ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ের জন্য সক্রিয় হতে হবে। গণতান্ত্রিক জবাবদিহি ছাড়া উন্নয়ন কখনোই জনগণের কল্যাণে পৌঁছায় না।”তারেক রহমান আরও বলেন, “আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ন্যায্য দাবিদাওয়া নিয়ে রাজপথে নামছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মুহূর্তে তাদের দাবি শোনার মতো কেউ নেই।” তিনি একে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে এনপিপি সভাপতি অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহদী আমিন, বিএলডিপির সাহাদাত হোসেন সেলিম, ভাসানী জনশক্তির শেখ রফিকুল ইসলাম বাবলু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার একাংশের খন্দকার লুৎফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী এবং সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলামসহ আরও অনেকে।

- ইসরাত, নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত