ইভ্যালির এমডি রাসেলের হ্যাকারের উদ্দেশ্যে বার্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৬:১৩:২৬
ইভ্যালির এমডি রাসেলের হ্যাকারের উদ্দেশ্যে বার্তা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল একটি খোলামেলা বার্তা দিয়েছেন হ্যাকারকে উদ্দেশ্য করে। তিনি স্পষ্ট করে বলেছেন, হ্যাকার সাময়িক অসুবিধা তৈরি করতে পারলেও ইভ্যালি ও তাদের গ্রাহক-সেলারদের বড় কোনো ক্ষতি হবে না।

রোববার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে রাসেল লেখেন,

“প্রিয় হ্যাকার ভাই, আমি অত্যন্ত দুঃখিত যদি আপনাকে আমি অনিচ্ছাকৃত কোন কষ্ট দিয়ে থাকি। আপনি যদি বাংলাদেশের না হয়ে থাকেন তাহলে শুধু আমাদের ভিজিট এবং ডাটা দেখে আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার ডিমান্ড ফিল আপ করতে পারব না এটা শিউর। যদিও আমাদের ভবিষ্যত উজ্জ্বল, কিন্তু বর্তমান আমরা এমনি অনেক কষ্টে দিন যাপন করছি।”

রাসেল জানান, ইভ্যালি সাম্প্রতিক সময়ে সেলসে ভালো প্রবৃদ্ধি পাচ্ছিল। এমন সময় হ্যাকিংয়ের ঘটনা প্রতিষ্ঠানটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশ্বাস দেন,

“আমাদের ব্যাকআপ নেওয়া থাকে সব সময়ই। আপনি শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পারতেছেন। কিন্তু বড় কোন ক্ষতি আমাদের গ্রাহক বা সেলারদের হবে না।”

পোস্টের শেষাংশে আত্মবিশ্বাসী সুরে রাসেল বলেন,

“আপনাকে অনুরোধ করে লাভ নাই, অনুরোধ করছি ও না। শুধু জানিয়ে দিলাম, আমরা শীঘ্রই ফুললি কন্ট্রোল নিয়ে নিব। আমরা কাজ করছি।”

ইভ্যালির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে রাসেলের আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ বললেও, কেউ কেউ প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইভ্যালি কয়েক বছর ধরেই বিতর্কিত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি আগে থেকেই নানা আইনি ও আর্থিক জটিলতায় জর্জরিত। হ্যাকিংয়ের এই ঘটনা প্রতিষ্ঠানটির জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ