রিয়াল ছাড়ছেন মদরিচ, নতুন গন্তব্য হতে পারে মেসির ইন্টার মায়ামি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৫:০৪:৩০
রিয়াল ছাড়ছেন মদরিচ, নতুন গন্তব্য হতে পারে মেসির ইন্টার মায়ামি

রিয়াল মাদ্রিদে লুকা মদরিচের আরেক মৌসুম থাকার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না। ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদকে বিদায় জানাচ্ছেন ক্রোয়াট মিডফিল্ডার। তবে ৩৯ বছর বয়সী এই তারকা এখনও বুট জোড়া তুলে রাখছেন না। খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন।

ইউরোপিয়ান ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মদরিচের পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি, যেখানে তিনি জুটি বাঁধতে পারেন লিওনেল মেসির সঙ্গে।

ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম বেশ আগ্রহী মদরিচকে দলে ভেড়াতে। বলা হচ্ছে, গত বছর থেকেই এই পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, গত এপ্রিল মাসে মেসি নিজেই নাকি ক্লাবকে অনুরোধ করেছেন মদরিচকে আনার জন্য। রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে এই জল্পনা আরও জোরালো হয়েছে।

সব কিছু ঠিক থাকলে ৩০ জুন রিয়ালের সঙ্গে মদরিচের চুক্তি শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। প্রাথমিক চুক্তি হবে এক বছরের, ২০২৬ সালের জুলাই পর্যন্ত। এই চুক্তির আর্থিক মূল্য হতে পারে বছরে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৪০ লাখ টাকা।

মদরিচের যোগদানে ইন্টার মায়ামির মিডফিল্ড হবে আরও শক্তিশালী। মেসির সঙ্গে তাঁর বোঝাপড়াও হতে পারে রোমাঞ্চকর। পাশাপাশি যুক্তরাষ্ট্রে খেলার মাধ্যমে মদরিচ ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে পারেন। বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ফলে আগাম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রে খেলা তাঁকে বাড়তি সুবিধা দিতে পারে।

কিবরিয়া, নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত