পঞ্চগড়ে উদ্ধার সেই নীলগাই মারা গেল কক্সবাজারে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৩:৪০:৪৫
পঞ্চগড়ে উদ্ধার সেই নীলগাই মারা গেল কক্সবাজারে

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একটি আহত স্ত্রী নীলগাই। গতকাল শনিবার (২৪ মে) ভোরে পার্কের বন্য প্রাণী হাসপাতালে প্রাণীটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর ফলে দেশে বিলুপ্তপ্রায় এই প্রজাতির বর্তমানে মাত্র দুটি নীলগাই জীবিত রয়েছে।

গত ১১ মে, পঞ্চগড় থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই স্ত্রী নীলগাইটিকে। ১৫ মে প্রাণীটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয় এবং তখন থেকেই এটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

ডুলাহাজারার ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন জানান, “নীলগাইটি আনার সময়ই শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ছিল, সামনের ডান পায়ের জয়েন্ট ভেঙে গিয়ে সেখানে পুঁজ জমেছিল এবং সংক্রমণ ছড়িয়ে পড়ে। শারীরিক প্রতিরোধক্ষমতা হারিয়ে ফেলায় মৃত্যু হয়।”

চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মিলে ময়নাতদন্ত করেন। এরপর প্রাণীটির মরদেহ পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।

নীলগাই দেখতে গরুর মতো হলেও এটি অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। এটি এশিয়ার সর্ববৃহৎ হরিণজাতীয় প্রাণী। একসময় বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট অঞ্চলে এদের দেখা যেত।বাসস্থান ও খাদ্যের অভাব, ও প্রতিকূল পরিবেশের কারণে এটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। আইইউসিএনের ২০১৫ সালের লাল তালিকা অনুযায়ী, বাংলাদেশে ৩১টি প্রাণী বিলুপ্ত, তার মধ্যে নীলগাই একটি।

চট্টগ্রাম বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান বলেন, “এরা সাধারণত দল বেঁধে থাকে। এখন যেগুলো উদ্ধার হয়, মূলত ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা। পথিমধ্যে কাঁটাতারে আঘাতপ্রাপ্ত বা মানুষের হাতে আক্রান্ত হয়ে পড়ে।”

ডুলাহাজারার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম জানান, বর্তমানে পার্কে থাকা দুটি নীলগাইয়ের মধ্যে একটি স্ত্রী লিঙ্গের (আনা হয়েছে ১৪ এপ্রিল পঞ্চগড় থেকে) ও অপরটি পুরুষ (গাজীপুরের সাফারি পার্ক থেকে)। উভয় নীলগাই সুস্থ রয়েছে।

সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ