টাঙ্গাইলে ৫ লাখ গাছ রোপণের বিশাল কর্মসূচি শুরু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১২:১৮:২৫
টাঙ্গাইলে ৫ লাখ গাছ রোপণের বিশাল কর্মসূচি শুরু

টাঙ্গাইলে শুরু হয়েছে পরিবেশ পুনরুদ্ধারের এক ব্যতিক্রমী উদ্যোগ। রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পরিবেশবিষয়ক উপদেষ্টা এবং পরিবেশ আন্দোলনের অগ্রভাগের নেত্রী সৈয়দা রেজওয়ানা হাসান। বেলুন উড়িয়ে এবং দুইটি চারার প্রতীকী রোপণের মধ্য দিয়ে তিনি এই পরিবেশ অভিযানের সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, “আমরা প্রকৃতিকে এতটাই বিরক্ত করেছি, যে এখন আমাদের তাকে ফিরিয়ে আনার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করতে হচ্ছে। অথচ বাংলাদেশ ছিলই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।” তিনি আরও বলেন, “২০ হাজার গাছ কেটে ৪০ হাজার লাগানোর অজুহাতে প্রকৃতিকে আমরা প্রতারিত করছি। প্রকৃতির ক্ষত পূরণ করা যায় না শুধু কিছুটা প্রশমিত করা যায়।”

উপদেষ্টা জানান, কর্মসূচির আওতায় রোপণ করা হবে সম্পূর্ণ দেশীয় প্রজাতির গাছ, যা শুধুমাত্র সবুজায়নের জন্য নয়, প্রাণীদের আশ্রয়, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই গাছগুলো আমাদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলবে। লাগানোর পর তাদের সঠিক পরিচর্যার দায়িত্ব আমাদের সবার।”

তিনি বর্তমান উন্নয়ন প্রক্রিয়াকে ‘ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত করে পরিকল্পিত ও পরিবেশবান্ধব উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান এবং বনবিভাগের কর্মকর্তাসহ পরিবেশ সংরক্ষণে নিয়োজিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই মহতী উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ-চেতনায় উদ্বুদ্ধ একটি আন্দোলনের সূচনা। এমন কর্মসূচি ভবিষ্যতের জন্য সুস্থ ও সবল পৃথিবী গঠনে সহায়ক হবে বলেই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ