৪ জুনের ট্রেনের টিকিটের জন্য এক ঘণ্টায় পৌনে ৩ কোটি হিট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১১:৩২:০০
৪ জুনের ট্রেনের টিকিটের জন্য এক ঘণ্টায় পৌনে ৩ কোটি হিট

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযোগে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। রোববার (২৫ মে) সকাল ৮টায় যখন ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, মাত্র ৩০ মিনিটের মধ্যেই রেলওয়ের টিকিট বিক্রি প্ল্যাটফর্মে হিটের সংখ্যা দাঁড়ায় ২ কোটি ৭৬ লাখে, যা গত দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল (২৪ মে) হিট সংখ্যা ছিল ১ কোটি ১৪ লাখ। ৪ জুন ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় টিকিটপ্রত্যাশীদের চাপ কয়েকগুণ বেড়েছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।

প্রথম ৩০ মিনিটের টিকিট বিক্রির পরিসংখ্যান:

ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন:

  • টিকিট বিক্রি: ১৪,৪৮৫টি
  • সারাদেশে পশ্চিমাঞ্চলের ট্রেন:
  • টিকিট বিক্রি: ২১,৪৫০টি
  • মোট বিক্রি (দেশব্যাপী):
  • ৩৩,৯৩৫টি টিকিট

৪ জুনের ট্রেন আসনের তথ্য:

  • ঢাকা থেকে ট্রেনের মোট আসন: ৩৪,০২০টি
  • পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেন: ১৭,৪৪৪টি আসন
  • পূর্বাঞ্চলের ২৪টি ট্রেন: ১৬,৫৭৬টি আসন
  • সারাদেশের ট্রেন আসন সংখ্যা: ১,৮৩,৬৬৫টি

এই বিপুল হিটের চাপে অনেক যাত্রী টিকিট পেতে হিমশিম খাচ্ছেন। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেমে অটো বট ফিল্টারসহ নানা রকম প্রযুক্তিগত উন্নয়ন করা হয়েছে, তবুও চাহিদার তুলনায় আসনের স্বল্পতা এবং অনলাইন চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ ট্রেন ও বাড়তি বগি সংযোজনের পরিকল্পনার কথাও জানিয়েছে, যা ঈদযাত্রীদের কিছুটা স্বস্তি দিতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ