ডাকসু নির্বাচন কমিশন ও রোডম্যাপ চেয়ে আলটিমেটাম শিবিরের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১১:০০:২৭
ডাকসু নির্বাচন কমিশন ও রোডম্যাপ চেয়ে আলটিমেটাম শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্ররাজনীতির অঙ্গন। ডাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২৭ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে।

শনিবার (২৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এসএম ফরহাদ জানান, “ভিসি স্যারের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের বিষয়ে আশ্বাস দেয়ায় আমরা সম্মান রেখেই সময়সীমা দিচ্ছি। ২ জুনের মধ্যে কমিশন গঠন এবং নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দিতে হবে।”

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন কমিশনের খসড়া প্রস্তুত বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই ২৭ মে পর্যন্ত সময় যথেষ্ট মনে করছি। এর মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”

এদিকে ডাকসু নির্বাচনের দাবিতে ৮০ ঘণ্টার বেশি সময় ধরে অনশনরত তিন শিক্ষার্থী অবশেষে অনশন ভেঙেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ অনশনকারীদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন।

ভিসি নিয়াজ আহমদ খান বলেন, “আসন্ন ঈদুল আযহার ছুটির আগেই ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হবে।” উপাচার্যের এ আশ্বাসে অনশন ভাঙেন তিন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে আলোচনা-সমালোচনা। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম ও অভিযোগ থাকলেও, সেটি ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু। এরপর থেকেই আবার থমকে আছে ডাকসুর কার্যক্রম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ