ঈদে ‘তাণ্ডব’! শাকিব-জয়ার সঙ্গে চমকে সিয়াম

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১০:২৭:১৫
ঈদে ‘তাণ্ডব’! শাকিব-জয়ার সঙ্গে চমকে সিয়াম

আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত বহু আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে অভিনয় করছেন জয়া আহসান, সাবিলা নূরসহ তারকা শিল্পীরা। সিনেমার টিজার প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

সিনেমাটিতে রয়েছে একটি বিশেষ চমক বিশ্বস্ত সূত্র বলছে, জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে হাজির হবেন ‘তাণ্ডব’-এ। শাকিব খানের সঙ্গে সিয়ামের এই যুগল উপস্থিতি গল্পের একটি টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

শুরুতে গুঞ্জন ছিল, চমক হিসেবে থাকবেন আফরান নিশো বা শরীফুল রাজ। তবে শেষ পর্যন্ত রাফী বেছে নিয়েছেন নিজের অভিষেক সিনেমা ‘পোড়ামন ২’-এর নায়ক সিয়ামকেই।

বর্তমানে চলছে ছবির এডিটিং কাজ। দ্রুতই সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি। নির্মাতা ও সংশ্লিষ্টরা এখনও আনুষ্ঠানিকভাবে চমক বা গল্প নিয়ে মুখ খুলতে নারাজ। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে ঘিরেই এগোবে সিনেমার মূল কাহিনি।

রায়হান রাফীর নিজস্ব গল্পে নির্মিত এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আদনান আদিব খান। মুক্তির জন্য প্রাথমিকভাবে দেশের প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহকে লক্ষ্যে রেখে পরিকল্পনা চলছে।

‘তাণ্ডব’ হতে পারে এবারের ঈদে সবচেয়ে বড় সিনেম্যাটিক ইভেন্ট, যা শাকিব ভক্তদের পাশাপাশি গোটা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।


নাচই বদলে দিল ধনশ্রীর জীবন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১২:০৯:৫৪
নাচই বদলে দিল ধনশ্রীর জীবন
ছবিঃ সত্য নিউজ

দাঁতের চিকিৎসা থেকে শুরু করে নৃত্যের জগৎ—ধনশ্রী ভার্মার জীবনের পথচলা নিঃসন্দেহে অনন্য। অনেকেই তাকে চেনেন জনপ্রিয় কোরিওগ্রাফার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী মুখ বা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী হিসেবে। তবে খুব কম মানুষই জানেন তার পেশাগত যাত্রার সেই অজানা অধ্যায়, যা শুরু হয়েছিল একজন দন্তচিকিৎসক হিসেবে।

মুম্বাইয়ে জন্ম নেওয়া ধনশ্রী মূলত দাঁতের চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতক শেষে তিনি কিছুদিন ক্লিনিকে কাজও করেন। তবে তার অন্তরের টান সবসময় ছিল নাচের মঞ্চের প্রতি। পড়াশোনার পাশাপাশি তিনি প্রশিক্ষিত শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যকলায়, যা তাকে ধীরে ধীরে নিয়ে যায় একেবারে নতুন এক জগতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও শেয়ার করেই ধনশ্রী দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তার নৃত্যনৈপুণ্য, আকর্ষণীয় উপস্থাপনা এবং অনন্য কোরিওগ্রাফি তাকে ভক্তদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তোলে। বর্তমানে ইউটিউব ও ইনস্টাগ্রামে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে, যেখানে প্রতিটি ভিডিও কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে।

কেবল কোরিওগ্রাফার হিসেবেই নয়, একজন সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও ধনশ্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নাচের প্রতি ভালোবাসাকে তিনি রূপান্তরিত করেছেন পেশায়, আর সেই সূত্রেই ধীরে ধীরে বলিউডের সঙ্গেও যুক্ত হয়েছেন। বিভিন্ন মিউজিক ভিডিও ও নৃত্যশিল্পীদের সঙ্গে তার সহযোগিতা তাকে আরও সমৃদ্ধ করেছে।

ধনশ্রীর যাত্রা একদিকে যেমন তার অধ্যবসায় ও প্রতিভার প্রতিফলন, তেমনি অন্যদিকে প্রমাণ করে কীভাবে নিজের ভেতরের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করলে জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। দাঁতের চিকিৎসক থেকে কোরিওগ্রাফার ও সোশ্যাল মিডিয়া আইকন—তার জীবনকাহিনি নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।

-শারমিন সুলতানা


মা-কন্যার অনন্য বন্ধন: সুস্মিতা সেনের পোস্টে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১১:৫২:৫১
মা-কন্যার অনন্য বন্ধন: সুস্মিতা সেনের পোস্টে মুগ্ধ ভক্তরা
ছবিঃ সত্য নিউজ

বলিউডের জনপ্রিয় তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন সবসময়ই নিজের ব্যক্তিত্ব, সৌন্দর্য ও মানবিকতার জন্য অনন্য। সম্প্রতি তিনি আবারও প্রমাণ করলেন মাতৃত্বের গভীর আবেগ কেমন হতে পারে। বড় মেয়ে রেনে সেনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার আবেগঘন পোস্ট ভক্তদের মন ছুঁয়ে গেছে।

ইনস্টাগ্রামে দুইটি আকর্ষণীয় ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “উফফফফ!!!! অ্যাটিটিউড কখনো প্রতিযোগিতা করে না... এটি নিজের জায়গায় গিয়ে জয়ী হয়! আমি তোমাকে ভালোবাসি, জন্মদিনের মেয়ে @reneesen47। অসাধারণ!!! #duggadugga #maa”। এই ক্যাপশন শুধু শুভেচ্ছা নয়, বরং কন্যাকে নিয়ে তার গর্ব ও ভালবাসার অকপট প্রকাশ।

শেয়ার করা ছবিগুলোতে রেনের পরিশীলিত সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফুটে উঠেছে। একটি ছবিতে তাকে দেখা যায় কালো রঙের ক্লাসিক পোশাকে, যেখানে রয়েছে সাহসী স্লিট ডিজাইন। সাজসজ্জা ছিল ন্যূনতম, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। অন্য ছবিতে রেনেকে দেখা যায় ঝলমলে সিকুইনড ড্রেসে, সাথে হাই হিল—যেখানে তিনি আধুনিক আভিজাত্য ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।

মা-কন্যার এই আন্তরিক মুহূর্ত ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুজন মন্তব্য করেছেন যে, রেনে শুধু সুস্মিতার কন্যাই নন, বরং তিনি নিজস্ব পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে চলেছেন। রেনে নিজেও একাধিকবার প্রকাশ করেছেন যে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা সুস্মিতা।

অন্যদিকে, পেশাগত দিক থেকেও সুস্মিতা সমান ব্যস্ত। ‘তালি’ ওয়েব সিরিজে তিনি রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এরপর ‘আর্যা ৩’-এ আবারও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি কেবল গ্ল্যামারের প্রতীক নন, বরং অর্থবহ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও সমান দক্ষ।

এই জন্মদিনের শুভেচ্ছা পোস্ট শুধু মা-মেয়ের ভালোবাসার গল্পই নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে নারীর শক্তি, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার এক সুন্দর প্রতিফলন।

-শারমিন সুলতানা


হঠাৎ স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন! মোনালি ঠাকুরের সংসারে ভাঙনের সুর?

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ০৯:৫৬:২২
হঠাৎ স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন! মোনালি ঠাকুরের সংসারে ভাঙনের সুর?
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে তার বিদেশি স্বামী মাইক রিচটের সংসার ভাঙতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। মাইক রিচট সুইজারল্যান্ডের একজন রেস্তোরাঁ মালিক। যদিও এ বিষয়ে মোনালি এখনো কিছু স্পষ্ট করেননি, তবে তার সাম্প্রতিক কার্যকলাপ এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, দুজনের মধ্যে দূরত্বের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। জানা গেছে, এরই মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। মোনালি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং তাদের একসঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন।

গায়িকার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময় থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে ওঠে। তখন থেকেই তাদের মধ্যে কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে। কয়েক বছরের ব্যবধানে তাদের সম্পর্ক এতটাই বদলে গেছে যে এখন আর তারা স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথের যাত্রী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।

২০১৭ সালে একটি ট্রিপে মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকে প্রেম, এবং পরে গোপনে বিয়ে করেন তারা। দীর্ঘ তিন বছর চুপ থাকার পর ২০২০ সালে গায়িকা নিজেই বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হলো না।


বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১২:৩৭:১৭
বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা
ছবিঃ সত্য নিউজ

ফ্যাশন দুনিয়ায় আবারও শক্তিশালীভাবে ফিরে এসেছে ফ্লোরাল ট্রেন্ড। আর এই প্রত্যাবর্তনের নেতৃত্ব দিচ্ছেন বলিউডের শীর্ষ নায়িকারা। সূক্ষ্ম ফুলেল কারুকাজ থেকে শুরু করে রঙিন ও সাহসী প্রিন্ট—তাদের প্রতিটি লুকে ধরা দিচ্ছে নারীত্ব, সৌন্দর্য আর চিরন্তন এলিগেন্স। শুধু বসন্ত নয়, বছরের প্রতিটি ঋতুতেই ফ্লোরাল পোশাক হতে পারে আভিজাত্যের বহিঃপ্রকাশ।

জর্জিয়া অ্যান্ড্রিয়ানি – গোলাপি ফুলের রাজকীয় আভিজাত্য

ক্রিম আর সোনালি রঙের ফ্লোরাল পোশাকে জর্জিয়া অ্যান্ড্রিয়ানি যেন হয়ে উঠেছেন অপার্থিব সুন্দরী। সোনালি পাতা কারুকাজের ব্লাউজ আর গোলাপি ফুলখচিত ক্রিম স্কার্ট তাকে দিয়েছে রোম্যান্টিক ও স্বপ্নিল আবেদন। হালকা ঢেউ খেলানো চুল আর ন্যূনতম গয়না তার সাজকে আরও পরিপূর্ণ করেছে।

জাহ্নবী কাপুর – প্রাণোচ্ছল গার্ডেন পার্টি লুক

রঙিন মিডি ড্রেসে জাহ্নবী যেন গ্রীষ্মের উজ্জ্বল সূর্যকিরণ। এককাঁধা করসেট স্টাইলের গাউনটির স্কার্টজুড়ে কমলা, গোলাপি, হলুদ ও টিল শেডের জলরঙের ফুলেল প্রিন্ট তাকে দিয়েছে এক প্রাণবন্ত ও যুবতী আবেদন। সাদা পাম্পস আর খোলা ঢেউ খেলানো চুলে সম্পূর্ণ হয়েছে তার নির্ভার ছুটির সাজ।

কিয়ারা আডভানি – গোলাপে ক্লাসিক রোম্যান্স

সাদা ম্যাক্সি ড্রেসে ছড়ানো লাল গোলাপ কিয়ারাকে পরিণত করেছে অনিন্দ্যসুন্দর এক দেবীরূপে। হার্ট-শেপ নেকলাইন আর লেইস ডিটেইলে ভিনটেজ আবহ, সাথে ঐতিহ্যবাহী চোকার ও সোনালি বালা যুক্ত হয়ে তৈরি করেছে এক নিখুঁত ইনডো-ওয়েস্টার্ন লুক। এলিগেন্স আর আধুনিকতার মিশেলে তার সাজ যেন এক অনন্য ক্লাসিক কাহিনি।

জ্যাকুলিন ফার্নান্দেজ – ডার্ক ফ্লোরালে বোহেমিয়ান স্টাইল

কালো রঙের ক্রপ টপ আর লেহেঙ্গায় উজ্জ্বল ফুলেল প্রিন্টে জ্যাকুলিনের বোহেমিয়ান সাজ একদিকে নাটকীয়, অন্যদিকে আধুনিক। লাল, সাদা আর হলুদ ফুলের কনট্রাস্ট তাকে দিয়েছে সাহসী ও দৃঢ় ব্যক্তিত্ব। জমকালো গয়না আর ওড়নার ভঙ্গিতে তিনি ফুটিয়ে তুলেছেন ফ্লোরালের ভিন্ন শক্তি—যা কোমলও হতে পারে, আবার শক্তিশালীও।

সোনাম বাজওয়া –প্যাস্টেল গোলাপি স্যুটে আভিজাত্য

সোনাম বাজওয়ার প্যাস্টেল গোলাপি স্যুট যেন নারীত্বের কোমলতম রূপ। নীল-গোলাপি ফুলের সূক্ষ্ম প্রিন্ট, হাতা ও কুর্তার কিনারায় ট্যাসেল আর লেইসওয়ার্ক তার সাজে এনেছে পরিমিত সৌন্দর্য। হালকা গয়না আর মিলিয়ে নেওয়া দুপাট্টায় তার লুক হয়েছে সম্পূর্ণ।

বলিউডের এই পাঁচ তারকা প্রমাণ করেছেন, ফ্লোরাল ফ্যাশন কেবল একটি ট্রেন্ড নয়—এটি এক সীমাহীন ক্যানভাস, যেখানে প্রতিটি নারী নিজের ভিন্ন আঙ্গিক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারেন। এলিগ্যান্ট হোক কিংবা বোল্ড, ফ্লোরাল প্রিন্টে সবসময়ই থাকে আত্মবিশ্বাস আর সৌন্দর্যের অদম্য প্রকাশ।

-শারমিন সুলতানা


বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১২:০৫:১১
বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ
ছবিঃ সত্য নিউজ

বলিউডে শুরু হয়েছে নতুন উত্তেজনা—কারণ মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ সাঁধু তার রূপালি পর্দায় অভিষেক করতে চলেছেন বহুল প্রতীক্ষিত ছবি বাঘি ৪-এর মাধ্যমে। ছবির নতুন গান ‘ইয়ে মেরা হুস্ন’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং এটি দর্শকের কাছে হয়ে উঠেছে এক অনন্য ভিজ্যুয়াল স্পেকটাকল।

সোনালি বালিয়াড়ি আর ঢেউ ভাঙা সমুদ্রতটে শুট করা এই গানটি হারনাজকে তুলে ধরেছে একদম ভিন্ন রূপে। ঝলমলে পোশাকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি যেন পর্দাকে আগুন ধরিয়ে দিয়েছে। বোসকো মার্টিসের কোরিওগ্রাফিতে গানটির নাচে একদিকে রয়েছে আবেদনময়ী গ্রুভ, অন্যদিকে শক্তিশালী মুভমেন্টস—যা গানটির আবহকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

গানটির সুরারোপ করেছেন তনিশক বাগচি, কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও। অভিজ্ঞ গীতিকার সমীর আঞ্জানের লেখা এই গানের কথায় ধরা দিয়েছে আধুনিক ছন্দের ভেতরে এক চিরায়ত সৌন্দর্য।

ভিডিওতে দর্শকরা আরও দেখতে পাবেন সঞ্জয় দত্তকে এক রাগী, ভয়ংকর চরিত্রে, আর টাইগার শ্রফ তার স্বভাবসুলভ অ্যাকশন দিয়ে হাজির হয়েছেন দাপুটে ভঙ্গিতে। এ ত্রয়ীর উপস্থিতি ছবির জন্য দর্শক আগ্রহকে আরও তুঙ্গে তুলেছে।

এর আগে বাঘি ৪ দর্শকদের উপহার দিয়েছে জনপ্রিয় গান ‘গুজারা’, ‘বাহলি সোহনি’ এবং ‘আকেলি লাইলা’। এবার ‘ইয়ে মেরা হুস্ন’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এবং প্রমাণ করছে যে ছবির অ্যালবামটি হতে চলেছে এ বছরের অন্যতম সেরা সংগীত সংকলন।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও এ. হর্ষা পরিচালিত বাঘি ৪-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাদিয়াদওয়ালা নিজেই। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এটি নির্মাতার প্রথম এ-রেটেড প্রযোজনা, যা দর্শকদের উপহার দেবে আরও তীব্র, রক্তাক্ত এবং রোমাঞ্চকর অ্যাকশন-ড্রামার অভিজ্ঞতা।

আগাম টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভক্তদের উচ্ছ্বাস ক্রমশ বাড়তে থাকায় আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫-এ মুক্তিপ্রাপ্ত বাঘি ৪ হতে পারে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার।

-শারমিন সুলতানা


জাহ্নবী কাপুরের ব্লাউজ ডিজাইনে ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:১৭:৫৩
জাহ্নবী কাপুরের ব্লাউজ ডিজাইনে ট্রেন্ডি ফ্যাশনের ছোঁয়া
ছবিঃ সত্য নিউজ

বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা জাহ্নবী কাপুর শুধু অভিনয় দিয়েই নয়, বরং তার অনন্য ফ্যাশন সেন্স দিয়েও সমানভাবে আলোচনায় থাকেন। বিশেষ করে তার পরিধানের ব্লাউজ ডিজাইনগুলো ইতিমধ্যেই ট্রেন্ডসেটার হয়ে উঠেছে। যারা উৎসব বা বিশেষ অনুষ্ঠানে নিজেদের সাজকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে চান, তাদের জন্য জাহ্নবী কাপুরের অনুপ্রাণিত ব্লাউজ ডিজাইন হতে পারে অনন্য অনুপ্রেরণা।

জাহ্নবীর ফ্যাশনে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত সমন্বয়। তিনি শাড়ির সঙ্গে যে ব্লাউজ পরেন, তাতে দেখা যায় নান্দনিক কাট, ব্যাকলেস স্টাইল, গভীর নেকলাইন কিংবা সিকুইন কাজের ঝলক। কখনো মিনিমাল লুক, আবার কখনো গ্ল্যামারাস সাজ—সব ক্ষেত্রেই তার ব্লাউজ ডিজাইন নারীদের কাছে নতুন ট্রেন্ডের দরজা খুলে দেয়।

তার স্টাইল শুধু তরুণ প্রজন্মকেই নয়, বরং সব বয়সী নারীকেই আকর্ষণ করে। কারণ, জাহ্নবীর প্রতিটি ডিজাইনে রয়েছে আরাম, আভিজাত্য ও সাহসী ফ্যাশন-চেতনার ছাপ। উৎসব, পার্টি বা বিয়ের আয়োজন—যেখানেই হোক না কেন, এই ব্লাউজ ডিজাইনগুলো সহজেই আপনার লুককে করে তুলতে পারে আভিজাত্যপূর্ণ ও অনন্য।

তাই যারা নিজেদের পোশাকে নতুনত্ব আনতে চান, তাদের জন্য এখনই সময় জাহ্নবী কাপুর-অনুপ্রাণিত কিছু ব্লাউজ ডিজাইন বুকমার্ক করে রাখার। এতে যেমন আপনার ফ্যাশন লুক হবে আধুনিক ও আকর্ষণীয়, তেমনি ফুটে উঠবে আত্মবিশ্বাসী ব্যক্তিত্বও।

- শারমিন সুলতানা


ঐতিহ্যের রঙে আলিয়া ভাটের উৎসবমুখর সাজ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ১০:৫৭:২২
ঐতিহ্যের রঙে আলিয়া ভাটের উৎসবমুখর সাজ
ছবিঃ সত্য নিউজ

বলিউড তারকা আলিয়া ভাট এ বছরও ঘরোয়া পরিবেশে আনন্দমুখরভাবে উদযাপন করলেন গণেশ চতুর্থী। ধর্মীয় এই উৎসবকে ঘিরে নিজের ঘরকে সাজিয়েছিলেন নান্দনিকভাবে এবং আয়োজন করেছিলেন পূজার বিশেষ রীতি। উৎসবে উপস্থিত ছিলেন তার শাশুড়ি নীতু কাপুরও। পারিবারিক এই মিলনমেলা ভক্তদের কাছে আরও বিশেষ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোয়।

আলিয়া ঐতিহ্যবাহী উৎসবের পোশাকে ঝলমলে উপস্থিত হন। শাড়ির সৌন্দর্যে ও সাদামাটা অথচ মার্জিত সাজে তিনি অনায়াসে দৃষ্টি কেড়ে নেন। পাশে ছিলেন নীতু কাপুরও, যিনি সবসময়ই পরিবারকে একসঙ্গে ধরে রাখতে পরিচিত। মা ও পুত্রবধূর এই আন্তরিক উপস্থিতি ভক্তদের চোখে ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতা ও একতার প্রতীক হিসেবে।

উৎসবে অপরিহার্য মোদকও ছিল বিশেষ আকর্ষণ। গণেশ পূজায় এই মিষ্টি খাবারকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। আলিয়া নিজ হাতে প্রসাদ সাজিয়ে অতিথিদের পরিবেশন করেন, যা অতিথিদের কাছে আবেগঘন অভিজ্ঞতা হয়ে ওঠে।

গণেশ চতুর্থীর এই আয়োজন শুধু আলিয়ার ধর্মীয় ভক্তি নয়, বরং তার পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিফলনও বটে। বলিউডের ব্যস্ত শুটিং সূচির মধ্যেও তিনি পারিবারিক উৎসবে সময় বের করে নিয়েছেন, যা তার ব্যক্তিগত জীবন ও মূল্যবোধকে আরও উজ্জ্বলভাবে প্রকাশ করেছে।

- শারমিন সুলতানা


টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু: তারকাখচিত ৫০তম আসরে তারকাদের উৎসব শুরু

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ১০:১৭:১৬
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু: তারকাখচিত ৫০তম আসরে তারকাদের উৎসব শুরু
ছবিঃ সংগৃহীত

উত্তর আমেরিকার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ) বৃহস্পতিবার শুরু হয়েছে। ৫০তম বর্ষপূর্তির এই আসরে রেড কার্পেটে ভিড় জমাচ্ছেন হলিউডের নামজাদা তারকারা, আর মঞ্চে উঠছে বহুল প্রতীক্ষিত বিশ্বপ্রিমিয়ার চলচ্চিত্র।

কান কিংবা ভেনিসের ঐতিহাসিক আভিজাত্য না থাকলেও, আয়োজনের ব্যাপকতা ও দর্শকপ্রিয়তার দিক থেকে টিআইএফএফ অনেকখানি এগিয়ে। ১১ দিনের এই উৎসবকে অস্কার মৌসুমের অন্যতম প্রধান লঞ্চপ্যাড বলা হয়, যেখানে তারকাদের পাশাপাশি সমবেত হন সমালোচক ও প্রায় চার লাখ দর্শক।

এবারের বিশেষ বর্ষপূর্তিতে পর্দায় আসছেন রাসেল ক্রো, সিডনি সুইনি, ড্যানিয়েল ক্রেগ, ম্যাথিউ ম্যাককনাহে, পল মেসকাল, অ্যাঞ্জেলিনা জোলি এবং আনয়া টেলর-জয়। ইউরোপীয় স্বাদ যোগ করছেন ফরাসি পরিচালক রোমেন গাভরাস, ক্লেয়ার দেনি এবং আরনো দেসপ্লেশিন।

সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ক্রোর অভিনীত ঐতিহাসিক ড্রামা “নুরেমবার্গ”, যেখানে তিনি নাৎসি নেতা হারমান গোরিংয়ের ভূমিকায় রামি মালেকের বিপরীতে হাজির হচ্ছেন। সুইনি হাজির হচ্ছেন জীবনীভিত্তিক ছবি “ক্রিস্টি”-তে, যা মার্কিন নারী বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিনের জীবনের গল্প। অন্যদিকে, ম্যাককনাহে ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে স্কুলশিশুদের উদ্ধারের কাহিনি নিয়ে এসেছেন অ্যাকশন থ্রিলার “দ্য লস্ট বাস”-এ।

জনপ্রিয়তা ধরে রাখতে তৃতীয়বারের মতো ফিরছে নেটফ্লিক্সের গোয়েন্দা ধাঁধাঁর ফ্র্যাঞ্চাইজি “নাইভস আউট”-এর নতুন কিস্তি “ওয়েক আপ ডেড ম্যান”। জেমস বন্ডখ্যাত ড্যানিয়েল ক্রেগ আবারও খুনের রহস্য উন্মোচনে মাঠে নামছেন।

ফরাসি চলচ্চিত্রকারদের মধ্যে ক্লেয়ার দেনি এনেছেন আফ্রিকান নির্মাণ সাইটে রহস্যজনক মৃত্যুর কাহিনি “দ্য ফেন্স”। দেসপ্লেশিনের “টু পিয়ানোস”-এ রয়েছেন শার্লট র‍্যাম্পলিং, আর জোলি যুক্ত হয়েছেন অ্যালিস উইনোকোরের ফ্যাশন ড্রামা “ক্যুচার”-এ। গাভরাসের ব্যঙ্গাত্মক ছবি “স্যাক্রিফাইস”-এ একদিকে পরিবেশবাদী চরিত্রে টেলর-জয়, অন্যদিকে ম্লান তারকা ক্রিস ইভান্স।

হাস্যরসাত্মক চলচ্চিত্রেও রয়েছে তারকার ভিড়। কিয়ানু রিভসকে দেখা যাবে এক অদক্ষ দেবদূত হিসেবে আজিজ আনসারির কমেডি “গুড ফর্চুন”-এ। চ্যানিং ট্যাটাম অভিনয় করেছেন বাস্তব কাহিনিনির্ভর “রুফম্যান”-এ, যেখানে তিনি খেলনার দোকানে লুকিয়ে থাকা এক পলাতক আসামির চরিত্রে। টোকিও-ভিত্তিক “রেন্টাল ফ্যামিলি” ছবিতে ব্রেন্ডন ফ্রেজার অভিনয় করেছেন একাকী অভিনেতা হিসেবে, যাকে অন্ত্যেষ্টিক্রিয়া ও বিয়েতে ভাড়া করা হয়।

টরন্টো উৎসবে রয়েছে সাহিত্য ও কিংবদন্তির অনুপ্রেরণাও। অস্কারজয়ী ক্লোই ঝাও পরিচালিত “হ্যামনেট”-এ পল মেসকালকে দেখা যাবে তরুণ শেক্সপিয়ার হিসেবে, তবে গল্পের মূল চরিত্র তাঁর স্ত্রী অ্যাগনেস, যার ভূমিকায় আছেন জেসি বাকলি। পরিচালক এডওয়ার্ড বার্গারের “ব্যালাড অব আ স্মল প্লেয়ার”-এ কলিন ফারেলকে দেখা যাবে ভাগ্যহীন এক জুয়াড়ির চরিত্রে, যাকে টিলডা সুইন্টনের অনুসন্ধানী চরিত্র তাড়া করছে মাকাওর ক্যাসিনোতে।

ভেনিস থেকে সরাসরি আসছে গিয়েরমো দেল তোরোর “ফ্রাঙ্কেনস্টাইন”-এর পুনর্নির্মাণ। এছাড়া রেগেটন তারকা জে বালভিন তাঁর অভিষেক ঘটাচ্ছেন “লিটল লরেন”-এ, যেখানে তিনি মাদকবিরোধী অভিযানে ৮০-এর দশকের পুলিশ অফিসারের ভূমিকায়। পপ তারকা চার্লি এক্সসিএক্স হাজির হচ্ছেন গাভরাসের “স্যাক্রিফাইস” এবং পোলিশ আর্টহাউস ছবি “এরুপচিয়া”-তে।

বর্ষপূর্তির বিশেষ আকর্ষণ হিসেবে বাজ লুহরম্যান আনছেন “ইপিক: এলভিস প্রেসলি ইন কনসার্ট”, যেখানে কিংবদন্তি এলভিসের অপ্রকাশিত ফুটেজ নতুনভাবে উপস্থাপিত হবে।

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

-সুত্রঃ এ এফ পি


রাজনাথ সিংয়ের বাসভবনে সালমান, হঠাৎ সাক্ষাতে জল্পনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০২ ০৯:৪১:১০
রাজনাথ সিংয়ের বাসভবনে সালমান, হঠাৎ সাক্ষাতে জল্পনা
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎই নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে হাজির হয়ে সবার কৌতূহল জাগালেন। রোববার (১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর এই অপ্রত্যাশিত সাক্ষাৎকে ঘিরে বিনোদন জগতে নানা জল্পনা শুরু হয়েছে কেনই বা ভাইজান সরাসরি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন?

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ–লাদাখে শুরু হতে যাচ্ছে সালমান খানের নতুন ছবি ব্যাটল অফ গালওয়ান–এর শুটিং। সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন ছিল। সেই কারণেই সালমান সরাসরি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন।

২০২০ সালের ভারত–চীন সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এখানে শহীদ কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রটিকে প্রাণবন্ত করতে গত দুই মাস ধরে তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন কঠোর শারীরিক অনুশীলন, অস্ত্র চালনা শেখা এবং প্রেশার চেম্বারে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলছেন।

এর আগে আগস্টে ছবির কয়েকটি প্রাথমিক দৃশ্য ধারণ করা হলেও মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো লাদাখেই চিত্রায়িত হবে। এজন্যই প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র অপরিহার্য ছিল। অনুমতির বিষয়টি নিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের পথ বেছে নেন সালমান।

সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক সাড়া ফেলে। পোস্টারে দেখা যায়, সেনার পোশাকে সালমানের চোখে প্রতিশোধের আগুন, রক্তাক্ত মুখাবয়ব দীর্ঘদিন পর দর্শকরা যেন নতুন করে ‘দাবাং’ অবতারে ভাইজানকে খুঁজে পান। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর ট্রেন্ডিং তালিকায় উঠে আসে ছবিটি।

ছবিটি পরিচালনা করছেন শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা–খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। সালমানের বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। দেশপ্রেমের আবহে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শক–অনুরাগীদের প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই ধারণা করছেন, মুক্তির পর ছবিটি সহজেই ৫০০ কোটির ব্যবসা করবে।

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছিল সালমানের সিকান্দার। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দিতে পারেনি সেই ছবি। তাই এবার দেশপ্রেমভিত্তিক ব্যাটল অফ গালওয়ান–এর মাধ্যমে আবারও বক্স অফিসে শক্তিশালী প্রত্যাবর্তন ঘটাতে চান বলিউডের এই সুপারস্টার।

-শরিফুল

পাঠকের মতামত: