যুক্তরাজ্যে অর্থ জব্দে টিআইবির সাধুবাদ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ০৯:০৯:৪৭
যুক্তরাজ্যে অর্থ জব্দে টিআইবির সাধুবাদ

যুক্তরাজ্যে বাংলাদেশি দুর্নীতিবাজদের জব্দ হওয়া বিলাসবহুল সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-এর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি একে বাংলাদেশের দুর্নীতিবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দের ঘটনাটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে সহায়ক হবে এবং পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনার পথ সুগম করবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং হিমশৈলের চূড়ামাত্র। পতিত কর্তৃত্ববাদী সরকারের ছত্রছায়ায় থেকে অনেকেই বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। তাদের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং বিশেষ করে দুবাই—এমন বহু দেশ অর্থ পাচারের গন্তব্যে পরিণত হয়েছে। এসব দেশকে নিজেদের আইনি কাঠামোর আওতায় বাংলাদেশের পাচারকৃত সম্পদ চিহ্নিত, জব্দ ও ফেরত পাঠাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

টিআইবি এসব দেশকে আহ্বান জানিয়েছে, তারা যেন যুক্তরাজ্যের মতো পদক্ষেপ গ্রহণ করে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, আন্তর্জাতিক আইনি সহায়তা ও বিশেষজ্ঞ সহযোগিতার মাধ্যমে পাচারকারীদের জবাবদিহির আওতায় আনতে আরও সক্রিয় ভূমিকা রাখার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ