সাইবার হামলা হলো  বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট সাইটে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ০৮:৫৮:০৩
সাইবার হামলা হলো  বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট সাইটে

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট বিক্রির জন্য নির্ধারিত ওয়েবসাইট টিকিফাই ডট লাইভ সাইবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, “বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির জন্য মনোনীত টিকিফাই ওয়েবসাইটটি দুর্ভাগ্যবশত সাইবার আক্রমণের শিকার হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “আপনার ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ। টিকিট বিক্রির নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।”

এর আগে শনিবার দুপুর ১২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও কারিগরি জটিলতায় তা রাত ৮টায় পিছিয়ে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে বিক্রি শুরু হলেও ওয়েবসাইটে প্রবল ভিড়ের কারণে সাইটটি ধীর হয়ে পড়ে, অনেক সময় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

বাফুফের সহ-সভাপতি ও বিপণন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, “প্রচুর ভিজিটরের কারণে ওয়েবসাইটে প্রতি মিনিটে লাখের মতো হিট পড়ছিল। যে কারণে সার্ভার বারবার জ্যাম হয়ে যাচ্ছিল। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

ফুটবলপ্রেমীরা যেখানে জাতীয় দলের ম্যাচের টিকিট অনলাইনে কিনতে আগ্রহী, সেখানে এমন সাইবার হামলা ও প্রযুক্তিগত অস্থিরতা ভক্তদের মধ্যে হতাশা তৈরি করেছে। নিরাপদ ও স্থিতিশীল বিক্রয় ব্যবস্থার আহ্বান জানাচ্ছেন তারা।

ম্যাচটি যেহেতু বাংলাদেশে অনুষ্ঠিত হবে, তাই নিরাপত্তা ও টিকিট ব্যবস্থাপনায় আরও বেশি দৃষ্টিপাত করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ