স্বপ্ন’র নামে প্রতারণা, ভুয়া চাকরির ফাঁদ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ০৮:৩২:৫১
স্বপ্ন’র নামে প্রতারণা, ভুয়া চাকরির ফাঁদ

স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের ‘স্বপ্ন’ সুপারশপের নাম ও পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. তামিম (২১), ফয়সাল মোড়ল (২১), মো. রাসেল হোসেন (২২) এবং মো. মাহফুজুর রহমান (২৫)।তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সিটিটিসির তথ্য অনুযায়ী, চক্রটি ‘স্বপ্ন’ সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করত। এ ধরনের বিজ্ঞপ্তির ফাঁদে ফেলে তারা বিকাশ ও নগদের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ বিষয়টি শনাক্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলাটি তদন্তের জন্য সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছে, যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা যাচাই ছাড়া আর্থিক লেনদেনে জড়ানো বিপজ্জনক। প্রতিষ্ঠানগুলোর অফিশিয়াল ও ভেরিফায়েড সোর্স (যেমন: ওয়েবসাইট, ফেসবুক পেজ, লিঙ্কডইন প্রোফাইল) থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং সাইবার অপরাধ রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পুলিশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ