সাদ্দাম মালের নাটক ঘিরে মানহানির অভিযোগ: লিগ্যাল নোটিশ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৯:৫৯:০৬
সাদ্দাম মালের নাটক ঘিরে মানহানির অভিযোগ: লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সাদ্দাম মালের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম অন্তর। সম্প্রতি ‘মালব্রো ইন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘রেষা রেষি’ নামক নাটকের কিছু দৃশ্য তার ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল রয়েছে দাবি করে তিনি এই নোটিশ পাঠান।

গত বৃহস্পতিবার (২২ মে) কলাপাড়া উপজেলা আদালতের আইনজীবী জেড এম কাওসারের মাধ্যমে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, নাটকের একটি খণ্ডচিত্রে রবিউলের চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে এবং এটি তার মানহানি ও সামাজিক ক্ষতির কারণ হয়েছে।

রবিউল ইসলাম অন্তর দাবি করেন, তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে দুর্বৃত্তরা অপহরণ করেছিল বলে থানায় অভিযোগও করেছেন। এরপর থেকে কলাপাড়ার নির্বাহী কর্মকর্তার দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে বিভিন্ন মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। এ প্রেক্ষিতে নাটকের মাধ্যমে তাকে ইঙ্গিত করে হেয় করা হয়েছে বলে অভিযোগ তার।

অন্যদিকে অভিনেতা সাদ্দাম মাল অভিযোগ অস্বীকার করে বলেন, “নাটকে আমরা কোনো ব্যক্তি, সংগঠন বা দলের নাম ব্যবহার করিনি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং নাটকের শুরুতেই তা উল্লেখ করা হয়েছে। কেউ যদি নিজেকে চরিত্রের সঙ্গে মিলে যায় বলে মনে করেন, তাহলে সেটা তার ব্যক্তিগত অনুভূতি। আমাদের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়।”

এ ঘটনায় বিব্রত সাদ্দাম মাল তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা এই অভিযোগকে ‘অতিরঞ্জিত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করছেন।

এ প্রসঙ্গে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ কবির জানান, “এই নাটকটি কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচার হয়নি এবং সাদ্দাম মাল আমাদের প্রোডাকশনের কেউ নন। অভিযোগকারীকে বিষয়টি জানানো হয়েছে।”

তবে রবিউল ইসলাম অন্তর দাবি করেন, “নাম বলা হয়নি বলে দায় এড়ানো যাবে না। নাটকে যে কথাগুলো বলা হয়েছে, তা স্পষ্টভাবে আমাকে লক্ষ্য করেই বানানো হয়েছে। তাই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ