ছাত্র-জনতার হাতে মার খেয়ে হাসপাতালে ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৭:২৭:০১
ছাত্র-জনতার হাতে মার খেয়ে হাসপাতালে ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে ছাত্র-জনতার হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আজিজুল ইসলাম। মারধরের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বালিয়া মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ছাত্র-জনতা দুই নেতার বিরুদ্ধে নানা অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ তুলে তাদের গণপিটুনি দেয়। একপর্যায়ে তারা দুজনকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—দেবাশীষ তালুকদার শুভ আকুতি-মিনতি করছেন এবং জনতার রোষের মুখে অসহায়ভাবে হাতজোড় করে অনুনয় করছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি একেএম আরিফুল হক বলেন, “ছাত্রলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতি সাধারণ শিক্ষার্থী ও জনতার ক্ষোভ দীর্ঘদিনের। আজকের ঘটনা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরাও ছিলাম ছাত্র-জনতার সঙ্গে।”

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার মাধ্যমে আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে এলো বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ