বাংলাদেশি স্পিনারের হাতে উঠল পিএসএলের সেরা পুরস্কার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৫:৩৩:১৯
বাংলাদেশি স্পিনারের হাতে উঠল পিএসএলের সেরা পুরস্কার

সত্য নিউজ: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটে-বলে ঝলসে উঠেছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন বিশেষ উপহার—একটি আইফোন!

দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র ৩ ওভার বল করে ৩ উইকেট নেন রিশাদ। তার শিকার—ইসলামাবাদের মূল ব্যাটসম্যান শাদাব খান, আগা সালমান ও জিমি নিশাম। এই পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় লাহোরের পক্ষে। অথচ আগের ম্যাচে এলিমিনেটরে রিশাদ ছিলেন না একাদশে।

পরের ম্যাচেই জায়গা পান দলে, এবং বল হাতে বাজিমাত! ম্যাচ শেষে ড্রেসিংরুমে লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা একটি চমকপ্রদ ঘোষণা দেন—চতুর্থ ও শেষ বিশেষ পুরস্কারটি (আইফোন) কাকে দেওয়া হবে? নাম ওঠে রিশাদের। মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে ড্রেসিংরুম। সামিন রানা বলেন, “রিশাদ, তুমি আমাদের গর্বিত করেছ। স্পিনে শক্ত ব্যাটসম্যানদের চাপের মধ্যে ফেলে আউট করেছ। তোমার জন্যই এই আইফোন।” এরপর আবেগঘন কণ্ঠে তিনি যোগ করেন, “আমি তোমাকে ভালোবাসি।”

পিএসএলে এবার পর্যন্ত ৬ ম্যাচ খেলে রিশাদ নিয়েছেন ১২ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৯.১০ করে।

এদিন আরও আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জা, যিনি ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। তার আগেও একবার আইফোন জিতেছিলেন তিনি। বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ