ক্ষমা চাইতে সারজিস আলমকে আইনি নোটিশ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১০:৪৩:০৮
ক্ষমা চাইতে সারজিস আলমকে আইনি নোটিশ

সত্য নিউজ: হাইকোর্ট সম্পর্কে ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

শনিবার (২৪ মে) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। নোটিশে সারজিস আলমকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবী জসিম উদ্দিন বলেন, “ফেসবুকে আদালতের মর্যাদা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করে যেসব মন্তব্য করা হয়েছে, তা সরাসরি বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় এবং এটি আদালত অবমাননার শামিল।”

নোটিশে বলা হয়, হাইকোর্ট বা দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের অশালীন, অসম্মানজনক ও বিভ্রান্তিকর মন্তব্য শুধু বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং আইনের শাসনের বিরুদ্ধেও অবস্থান নেয়। তিনি আরও জানান, ৭২ ঘণ্টার মধ্যে সারজিস আলম জাতির কাছে লিখিতভাবে ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নেওয়া হবে।

নোটিশে মন্তব্যটি কোন পোস্টে, কোন প্রেক্ষিতে করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত না জানালেও আইনজীবীর পক্ষ থেকে বিষয়টি গুরুতর বলে অভিহিত করা হয়। এ বিষয়ে এনসিপি বা সারজিস আলমের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনীতিবিদদের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য দায়িত্বহীনতার পরিচায়ক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচারব্যবস্থাকে সম্মান জানানো উচিত।

নতুন আপডেট বা সারজিস আলমের প্রতিক্রিয়া পাওয়া গেলে সংবাদের পরবর্তী সংস্করণে তা যুক্ত করা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ