আ.লীগ নিষিদ্ধ না হলে অবরোধ চলবে, ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১০ ০৮:০৭:৫৯
আ.লীগ নিষিদ্ধ না হলে অবরোধ চলবে, ঘোষণা

সত্য নিউজ: রাজধানীর শাহবাগে শুক্রবার থেকে শুরু হওয়া অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন, দাবি জানিয়ে যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এবং অন্যান্য সংগঠনের সদস্যরা বিশেষত যমুনার কাছে রাতভর অবস্থান কর্মসূচি চালানোর পর শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে শুরু হয় ব্লকেড।

শাহবাগে অবস্থানকালে আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকে, এর মধ্যে ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান চাই, আওয়ামী লীগের ব্যান চাই’, এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এর মতো স্লোগান ছিল। আন্দোলনকারীরা জাতীয় পতাকা, কালেমাখচিত পতাকা এবং নিজেদের সংগঠনের পোস্টার হাতে নিয়ে স্লোগান দেন, দাবি করে যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা প্রয়োজন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির নেতৃত্ব দেন, তাদের দাবি হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড দেশব্যাপী বিরোধিতা ও গণহত্যার দিকে নিয়ে যাচ্ছে এবং এর বিরুদ্ধেই তারা প্রতিবাদ জানাচ্ছেন।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এনসিপির নেতা নাহিদ ইসলাম ফেসবুকে তিনটি দাবির ঘোষণা করেন, যা ছিল - আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার নিশ্চিত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা। পাশাপাশি তিনি জানান, শাহবাগে এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং সারা দেশে ব্লকেড চালানো হবে।

শাহবাগে অবরোধ চলাকালীন সময় ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা একত্রিত হয়ে বক্তব্য রাখেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জানান, সাধারণ জনতার পক্ষ থেকে তিনি এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের প্রাণের দাবি।’

শাহবাগে অবরোধের পাশাপাশি একই দাবিতে দেশজুড়ে অন্যান্য স্থানে গণজমায়েত এবং ব্লকেড কর্মসূচি চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী শনিবার (আজ) বেলা তিনটায় শাহবাগে আরও একটি গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা আন্দোলনের ‘দ্বিতীয় অভ্যুত্থান পর্ব’ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবাদকারীরা জানিয়েছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তারা আবার ঢাকা শহরে মার্চ করার ঘোষণা দিয়েছেন।

এদিকে, শাহবাগের বিভিন্ন স্থানে লিড স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানও চালানো হয়। এসময়, আন্দোলনকারীরা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং বিভিন্ন দলের নেতা-কর্মীরা আলাদা জায়গায় অবস্থান নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ