পুলিশের গুলিতে আহত শোয়েব উদ্দিনের খোঁজ নিলেন সেনাবাহিনী কর্মকর্তা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ২১:৪৪:০৭
পুলিশের গুলিতে আহত শোয়েব উদ্দিনের খোঁজ নিলেন সেনাবাহিনী কর্মকর্তা

সত্য নিউজ:বগুড়ায় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম আসাদুল হক।

বগুড়া শহরের খান্দার ও বৃন্দাবনপাড়া এলাকায় গুরুতর আহত দুই শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জুলাই আন্দোলনের সময় দৃষ্টিশক্তি হারানো মোহাম্মদ ফয়সাল মাহমুদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানোর পাশাপাশি তাকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৫ মে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হবে।

অন্যদিকে পুলিশের গুলিতে পায়ের লিগামেন্ট ও স্নায়ু ক্ষতিগ্রস্ত শোয়েব উদ্দিন শিহাব ও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন জিওসি। মেজর জেনারেল এসএম আসাদুল হক আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ