সচিবালয় থেকে দোসর সরানো না হলে বৃহত্তর কর্মসূচি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ১১:৪১:০৩
সচিবালয় থেকে দোসর সরানো না হলে বৃহত্তর কর্মসূচি

সত্য নিউজ: জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী বলেছেন, জুলাই যোদ্ধারা এখনও মাঠে রয়েছেন এবং আগামী ৩১ মে’র মধ্যে সচিবালয় থেকে ‘দোসর’ উচ্ছেদ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হওয়া প্রতিবাদ র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ৮০টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’ ভারতীয় আগ্রাসন ও দেশের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির ভেতরে ফাটল তৈরি হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাফিল ফরাজী বলেন, ‘গত দুই দিন ধরে গুজব রটে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন তবে আমরা নিশ্চিত, জুলাই যোদ্ধারা এখনো মাঠে রয়েছেন এবং কেউ সরেননি।’ তিনি আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, ততক্ষণ যোদ্ধারা ঘর ফিরবেন না।’

তিনি সাবধান করে বলেন, ‘যারা ক্ষমতা দখল করছেন তারা দীর্ঘস্থায়ী হবেন না। শেখ হাসিনার ১৫ বছর দেখেছেন, আর এই সরকারের নয় মাস কীভাবে টিকে থাকবে তা প্রশ্নবিদ্ধ।’ তিনি উল্লেখ করেন, ‘২০ মে প্রেস ক্লাব থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম এবং পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, ৩১ মে’র মধ্যে সচিবালয় থেকে দোসর অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি চালু করা হবে।’

ইসরাফিল ফরাজী বলেন, ‘আমরা কেবল বাংলাদেশকে চিন্তা করি; যারা বাংলাদেশের পক্ষে, তাদের পাশে আছি, অন্যদের নয়।’ তিনি আরও যোগ করেন, ‘জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রণয়ন করে আমাদের সম্মানিত করে পাশে দাঁড়াতে হবে; নাহলে পালাবার জায়গা তারা পাবেন না।’

এই বিক্ষোভ ও র‌্যালি দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত স্বরূপ, যা আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিসরে নতুন ধরনের চাপ ও আলোচনার সূচনা করতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ