কোথাও দাওয়াত দিতো না: মারুফা আক্তারের চোখে জল আনা সেই কষ্টের কথা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৬:১১:০৮
কোথাও দাওয়াত দিতো না: মারুফা আক্তারের চোখে জল আনা সেই কষ্টের কথা
ছবিঃ সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। তার গতিময় বোলিং ও নিখুঁত সুইংয়ে বিপক্ষ ব্যাটাররা রীতিমতো ভোগান্তিতে পড়ছেন। তবে এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না। কখনো বাবার সঙ্গে কৃষিকাজে শ্রম দিয়েছেন, কখনো সহ্য করেছেন দারিদ্র্য ও সমাজের কটূ মন্তব্য।

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন সময়গুলোর কথা বলতে গিয়ে চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেননি এই টাইগ্রেস পেসার।

দারিদ্র্য ও সমাজের অপমান

অশ্রুসিক্ত চোখে মারুফা বলেন, সমাজে দারিদ্র্যের কারণে তাদের যে অপমান সহ্য করতে হয়েছে, তা ছিল ভীষণ কষ্টের।

“কোথাও যদি বিয়ে বা কোনোকিছু (অনুষ্ঠান) হয়, দাওয়াত দেয় না? আমাদেরকে সেটাও দিতো না। বলতো ওদের ড্রেস নাই, ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না। এরকম বলতো অনেকে। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি।”

তিনি বলেন, “আমার বাবা একজন কৃষক। আব্বা যখন বাসায় ছিল না, বাজারে যেত, তখন মাকে এসে অনেকে অনেক কথা বলতো। অনেক খারাপ খারাপ কথা বলে, যেগুলা নেওয়ার মতো না। আমার মা রুমে গিয়ে কান্না করতো। আমি আবার গিয়ে এক কোণায় কান্না করতাম যে, আমার জন্য এতকিছু হচ্ছে।”

সাফল্যে অন্যরকম শান্তি

মারুফা বলেন, কঠিন পরিস্থিতি তাঁকে আরও দৃঢ় করেছে। তিনি সবসময় ভাবতেন, একদিন ভালো কিছু করে দেখাবেন। এখন সাফল্যের স্বাদ পেয়ে অন্যরকম শান্তি অনুভব করেন তিনি।

“এখন আমরা যেরকম অবস্থাতে এসেছি, অন্যরা এখন সেরকম জায়গায় নেই। আমি যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করছি, অনেক ছেলেরাও হয়তো সেভাবে পারছে না। এটা অন্যরকম একটা শান্তি দেয়।”

তিনি হাসিমুখে যোগ করেন, “ছোটবেলায় ভেবেছি মানুষ কবে আমাদের এভাবে দেখবে, হাততালি দিবে, এখন টিভিতে (নিজেকে) দেখলে লজ্জা লাগে।”

উল্লেখ্য, মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে সাবেক ইংলিশ অলরাউন্ডার নাসের হোসেন—সবাই তাকে প্রশংসায় ভাসিয়েছেন।


বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসি বৈঠকে যা থাকছে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ০৯:৫৬:৫৫
বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসি বৈঠকে যা থাকছে
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে যে কঠোর অবস্থান নিয়েছে, তা আইসিসি চেয়ারম্যান জয় শাহর জন্য ব্যক্তিগত ও পেশাগত—উভয় দিক থেকেই এক বড় চ্যালেঞ্জ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আজ রোববার গুজরাটের বরোদরায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের ফাঁকে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে দলের ভারতে আসতে অনীহার যে তাৎক্ষণিক সমস্যা তৈরি হয়েছে, তার একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করাই এই বৈঠকের মূল লক্ষ্য। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে দেওয়া দ্বিতীয় চিঠিতে পরিষ্কার করে দিয়েছে যে, বিষয়টি এখন আর কেবল লজিস্টিক বা সাধারণ নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি এখন একটি দেশের ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে রূপ নিয়েছে।

বিসিবির এই কঠোর অবস্থানের নেপথ্যে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে আইপিএল থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অনাকাঙ্ক্ষিত বিদায়ে বিসিসিআইয়ের ভূমিকা। এই ঘটনার পর বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানায়।

যদিও আইসিসি এখন পর্যন্ত বিসিবির এই চিঠির কোনো আনুষ্ঠানিক উত্তর দেয়নি, তবে আজকের বৈঠকে পুরো টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা এবং বিসিবির উত্থাপিত দাবিগুলো নিয়ে গভীর পর্যালোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে যদি ভারতেই খেলতে হয়, তবে বাংলাদেশের দলের প্রতিটি সদস্যের জন্য ‘ম্যান-টু-ম্যান’ বা ব্যক্তিগত পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি বিসিবি তুলেছে, তা আইসিসি ও বিসিসিআই কীভাবে সমন্বয় করবে সেটিই এখন মূল দেখার বিষয়।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, জয় শাহর বর্তমান ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। তাঁকে এখানে কেবল ভারতীয় ক্রিকেট প্রশাসনের একজন শক্তিশালী মুখ হিসেবে নয়, বরং বৈশ্বিক ক্রিকেটের একজন নিরপেক্ষ অভিভাবক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে।

বাংলাদেশের শঙ্কার মূলে কী রয়েছে এবং আইসিসির পূর্ববর্তী আশ্বাসগুলো কেন বিসিবির কাছে যথেষ্ট মনে হয়নি, তা চিহ্নিত করা আজকের বৈঠকের অন্যতম লক্ষ্য। জয় শাহকে এমন একটি প্রস্তাব বা পরিকল্পনা দাঁড় করাতে হবে যা বিসিবি সানন্দে গ্রহণ করতে পারে এবং যেখানে বাংলাদেশ কোনো চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করবে না।

বিশ্বকাপের অখণ্ডতা বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দলকে টুর্নামেন্টে নিশ্চিত করা এখন সময়ের দাবি। আজকের এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রকৃত ভবিষ্যৎ এবং ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের গতিপথ।


টিভির পর্দায় আজকের সব খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১১ ০৯:৩৬:১৪
টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
ছবি : সংগৃহীত

ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটি শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগের মাধ্যমে। সকাল ৯টা ০৫ মিনিটে সিক্সার্স ও হারিকেনসের লড়াইয়ের পর দুপুর ২টা ১৫ মিনিটে মুখোমুখি হবে স্ট্রাইকার্স ও স্করচার্স।

তবে দেশের ক্রিকেট ভক্তদের প্রধান আকর্ষণ থাকবে বিপিএলের ওপর। এক দিনের বিরতি কাটিয়ে আজ দুপুর ১টায় রাজশাহী ও রংপুর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় ঢাকা মুখোমুখি হবে নোয়াখালীর। টি স্পোর্টস ও নাগরিক টিভির পর্দায় এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে আজ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ, যা দুপুর ২টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সন্ধ্যায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ৩য় টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।

ফুটবল অঙ্গনেও আজ রয়েছে বড় সব আয়োজন। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপে আজ বড় দলগুলো মাঠে নামছে। সন্ধ্যা ৬টায় ডার্বি ও লিডসের ম্যাচ দিয়ে শুরু হয়ে রাত ৮টায় আর্সেনাল মুখোমুখি হবে পোর্টসমাউথের।

ফুটবল ভক্তদের জন্য রাতের সবচেয়ে বড় আকর্ষণ ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাইটনের মধ্যকার লড়াইটি, যা রাত ১০টা ৩০ মিনিটে সনি স্পোর্টস ২-এ সরাসরি দেখানো হবে। এফএ কাপের পাশাপাশি ইতালিয়ান সিরি আ-তেও আজ রয়েছে ধ্রুপদী লড়াই। রাত ৮টায় ফিওরেন্তিনা ও এসি মিলানের ম্যাচের পর শেষ রাতে অর্থাৎ ১টা ৪৫ মিনিটে ইন্টার মিলান লড়বে নাপোলির বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগেও আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইস্টার্ন কেপ ও ডারবান একে অপরের মুখোমুখি হবে।

ক্রিকেটের এই ছোট ফরম্যাটের লড়াইটি স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ সরাসরি উপভোগ করা যাবে। সব মিলিয়ে ক্রিকেট ও ফুটবলের এমন ঠাসা সূচি দর্শকদের জন্য রোমাঞ্চকর এক রোববার উপহার দিতে যাচ্ছে। আপনি যদি মাঠের লড়াই মিস করতে না চান, তবে আপনার প্রিয় দলের খেলার সময়টি এখনই ডায়েরিতে টুকে রাখতে পারেন।


মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিপাকে আইসিসি: জয় শাহর জরুরি বৈঠক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ২১:২০:৪০
মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিপাকে আইসিসি: জয় শাহর জরুরি বৈঠক
ছবি : সংগৃহীত

আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংকটের মূলে রয়েছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক ও ধর্মীয় টানাপোড়েন। ভারতের একটি মহলের চাপে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিসিবি সরাসরি আইসিসিকে জানিয়ে দিয়েছে যে, বর্তমান বৈরি পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে শঙ্কিত এবং এই অবস্থায় সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভব নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্টভাবে আইসিসির কাছে পেশ করেছে। বিসিবির পক্ষ থেকে পাঠানো ই-মেইলে বলা হয়েছে যে, বিষয়টি এখন আর কেবল লজিস্টিক বা সাধারণ নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন বাংলাদেশের ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে পরিণত হয়েছে। বিসিবি দাবি করেছে যে, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। যদি একান্তই ভারতে খেলতে হয়, তবে দলের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা এবং কঠোর সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এই অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বলেছেন যে, জাতীয় সম্মানকে বিসর্জন দিয়ে কোনো খেলায় অংশ নেবে না বাংলাদেশ।

এই জটিল পরিস্থিতি সামাল দিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহর ওপর বিশাল চাপ তৈরি হয়েছে। আগামীকাল বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকটি টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এছাড়া গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড়। আইসিসির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা প্রায় অসম্ভব, কারণ এতে বড় ধরণের আইনি ও বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমীকরণেও বড় ধাক্কা লাগবে। এখন দেখার বিষয়, জয় শাহর মধ্যস্থতায় আগামীকালের বৈঠকে কোনো সমঝোতা আসে না কি বিশ্বকাপের সূচিতে বড় ধরণের পরিবর্তন আনতে বাধ্য হয় আইসিসি।


টিভির পর্দায় আজকের সব খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ১০ ১০:০১:৪২
টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
ছবি : সংগৃহীত

শনিবারের (১০ জানুয়ারি ২০২৬) ছুটির দিনে ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে দারুণ সব আয়োজন। যদিও দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিপিএলের (BPL) মাঠে আজ কোনো গর্জন শোনা যাবে না, ক্রিকেটাররা কাটাচ্ছেন বিশ্রামের দিন। তবে দেশের মাঠে খেলা না থাকলেও বিশ্ব ক্রীড়াঙ্গন আজ মোটেও শান্ত নেই। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি এবং ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াইয়ে আজ টিভির পর্দায় চোখ আটকে থাকবে ভক্তদের।

ক্রিকেটের ডাবল হেডার ও চ্যানেলের তথ্য দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ লিগের (BBL) উত্তাপ শুরু হবে। বেলা ১১টায় ব্রিসবেন হিট মুখোমুখি হবে সিডনি থান্ডারের, যা সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে একই চ্যানেলে মেলবোর্ন রেনেগেডস লড়বে মেলবোর্ন স্টারসের বিপক্ষে।

বিকেলের আকাশ যখন রঙিন হবে, তখন শুরু হবে দক্ষিণ আফ্রিকার ‘এসএ টোয়েন্টি’ (SA20) লিগ। বিকেল ৫টায় পার্ল রয়্যালস লড়বে প্রিটোরিয়া ক্যাপিটালসের সাথে। আর রাত সাড়ে ৯টায় দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে জোবার্গ সুপার কিংসের মুখোমুখি হবে এমআই কেপটাউন। এই দুটি ম্যাচই উপভোগ করা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

লা লিগা ও এফএ কাপের উত্তাপ ফুটবল ভক্তদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে নির্ঘুম। স্প্যানিশ লা লিগায় আজ রয়েছে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্ধ্যা ৭টায় ওভিয়েদো বনাম রিয়াল বেতিসের ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের মহোৎসব। এরপর রাত ৯টা ১৫ মিনিটে ভিয়ারিয়াল মোকাবিলা করবে আলাভেজকে। টেবিলের চমক জিরোনা মাঠে নামবে রাত সাড়ে ১১টায় ওসাসুনার বিপক্ষে। আর গভীর রাত ২টায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে এলচে। এই সবকটি ম্যাচই ‘বিগিন অ্যাপ’ (Beegeen App) এর মাধ্যমে সরাসরি দেখা যাবে।

এদিকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপেও (FA Cup) আজ বড় দলের পরীক্ষা। রাত ২টায় চার্লটন অ্যাথলেটিকের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। সনি স্পোর্টস ২ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচে চেলসি তাদের আধিপত্য বজায় রাখতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে ব্লুজ সমর্থকরা।

বিপিএলে আজ কোনো খেলা না থাকায় ঘরোয়া ক্রিকেট ভক্তদের নজর থাকবে মূলত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দিকে। বিশেষ করে মোস্তাফিজ বা লিটনদের মতো তারকাদের সাবেক ফ্র্যাঞ্চাইজিগুলোর পারফরম্যান্স নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল কাজ করছে।


পিএসএলে রেকর্ড, ১৮৫ কোটি রুপিতে বিক্রি যে দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১১:৫৯:৩৬
পিএসএলে রেকর্ড, ১৮৫ কোটি রুপিতে বিক্রি যে দল
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ নিলামে রেকর্ডমূল্যে বিক্রি হয়ে পিএসএলের সবচেয়ে দামি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে শিয়ালকোট, যা লিগটির বাণিজ্যিক সম্ভাবনা ও আন্তর্জাতিক আকর্ষণকে নতুন মাত্রা দিয়েছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি নিলামে অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে শিয়ালকোট দলটি কিনে নেয়। এই অঙ্ক পিএসএলের ইতিহাসে কোনো দলের জন্য সর্বোচ্চ, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

নিলাম প্রক্রিয়ার শুরুতে শিয়ালকোটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১০ কোটি রুপি। তবে দরপত্রের সময় একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী আগ্রহ দেখালে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত তীব্র দরযুদ্ধের মাধ্যমে মূল্য গিয়ে দাঁড়ায় ১৮৫ কোটি রুপিতে।

একই নিলামে নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ দল বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার প্রতিষ্ঠান এফকেএস (FKS Group)-এর কাছে। দলটির জন্য প্রতিষ্ঠানটি ১৭৫ কোটি পাকিস্তানি রুপি দর হাঁকে, যা আন্তর্জাতিক বাজারে প্রায় ৬.২ মিলিয়ন মার্কিন ডলারের সমান। হায়দরাবাদের দরযুদ্ধেও একাধিক ফিনটেক ও বিনিয়োগ প্রতিষ্ঠান অংশ নেয়, ফলে নির্ধারিত ভিত্তিমূল্যের চেয়ে দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এফকেএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাওয়াদ সরওয়ার বলেন, পিএসএলের একটি দল কেনা ছিল তার শৈশবের স্বপ্ন। ক্রিকেট পাকিস্তানের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, এই মালিকানা শুধু ব্যবসায়িক বিনিয়োগ নয়, বরং আবেগের জায়গা থেকেও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি কেনার পর ওজ গ্রুপের সিইও হামজা মজিদ জানান, প্রবাসী পাকিস্তানি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ পাওয়াটা তাদের জন্য গর্বের। তার মতে, ক্রিকেট পাকিস্তানের পরিচয়ের অংশ, আর শিয়ালকোটের মাধ্যমে স্থানীয় ক্রীড়া শিল্প ও প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নতুন মালিকদের অভিনন্দন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড–এর চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকরা কেবল দল পরিচালনাই করবেন না, বরং পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পিসিবি সূত্র জানায়, আসন্ন মৌসুমে মুলতান সুলতানস দলটি আপাতত বোর্ডের তত্ত্বাবধানেই পরিচালিত হবে। তবে পরবর্তী সময়ে দলটিও উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের ১১তম আসর আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। নতুন মালিকানা কাঠামো ও রেকর্ড বিনিয়োগের ফলে এবারের আসর যে আরও বাণিজ্যিকভাবে সফল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

-রফিক


আজ টিভিতে যত খেলা: বিপিএল থেকে বুন্দেসলিগা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৯ ১০:৫৮:৫৪
আজ টিভিতে যত খেলা: বিপিএল থেকে বুন্দেসলিগা
ছবি: সংগৃহীত

শুক্রবার (৯ জানুয়ারি) ক্রীড়াঙ্গণে রয়েছে জমজমাট আয়োজন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ইউরোপিয়ান ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা। ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য দিনটি বেশ ব্যস্ত সময়সূচিতে ভরপুর।

ক্রিকেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

দিনের দ্বিতীয় বিপিএল ম্যাচে সন্ধ্যায় লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, সম্প্রচার থাকবে একই চ্যানেলে।

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আজ রয়েছে উত্তেজনা। বিগ ব্যাশ লিগ–এ দুপুর ২টা ১৫ মিনিটে মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ২–এ।

আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, সম্প্রচার করবে সনি স্পোর্টস।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–এ রাতে ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ডারবান জায়ান্টস ও ইস্টার্ন কেপ। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১–এ।

ফুটবল

ফুটবলেও আজ রয়েছে ইউরোপিয়ান লিগের আকর্ষণীয় ম্যাচ। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা–এ বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট–এর। ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।

একাধিক ম্যাচের সময় কাছাকাছি হওয়ায় প্রিয় খেলা মিস না করতে আগেভাগেই সময়সূচি মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ক্রীড়া বিশ্লেষকরা।

-শরিফুল


আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, কী আছে এতে আর বিশ্বকাপের ভাগ্য কী?

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৮ ২১:০৩:২৬
আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, কী আছে এতে আর বিশ্বকাপের ভাগ্য কী?
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিদ্যমান টানাপোড়েনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আরও একটি বিশদ ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পাঠানো হয়েছে বলে বোর্ড সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। মূলত ভারতের মাটিতে খেলতে যাওয়া কেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনুকূল নয়, সেই বিষয়ের সবিস্তার ব্যাখ্যা প্রদান করা হয়েছে এই চিঠিতে।

বোর্ডের পক্ষ থেকে পাঠানো এই মেইলে কেবল দাবি জানানোই হয়নি, বরং কেন বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে তার স্বপক্ষে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে। বিসিবির সূত্রটি জানিয়েছে, আইসিসি গত মঙ্গলবার বিসিবির কাছে নিরাপত্তা সংক্রান্ত যেসব নির্দিষ্ট শঙ্কার কথা জানতে চেয়েছিল, আজকের এই মেইলটি মূলত তারই জবাব। তবে এই বার্তার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আইসিসি জানায়নি। আগামী ১০ জানুয়ারি এই স্পর্শকাতর ইস্যুতে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে অবহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এই সংকটের সূত্রপাত হয়েছিল গত রোববার, যখন বিসিবি প্রথমবারের মতো ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে তাদের অপারগতার কথা জানিয়ে আইসিসিকে ই-মেইল করে। এই নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি বিতর্কিত নির্দেশনা কাজ করেছে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে কেকেআর-কে নির্দেশনা দেওয়া হয় মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য, যার ফলে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়।

বিসিসিআই-এর এই পদক্ষেপের পরপরই বিসিবি তাদের অবস্থান কঠোর করে এবং ভারতে বিশ্বকাপ খেলার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআই-এর আচরণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিবি তাদের প্রথম মেইলটি পাঠায়। পরবর্তীতে মঙ্গলবার আইসিসি ফিরতি বার্তায় নিরাপত্তা শঙ্কার বিষয়ে বিস্তারিত তথ্য চাইলে আজকের এই ফলো-আপ মেইলটি পাঠানো হলো। আগামী ১০ জানুয়ারি আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার ভবিষ্যৎ।


পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটার, আলোচনায় মোস্তাফিজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৮ ১৪:৩৭:২৮
পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটার, আলোচনায় মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছেন। পিএসএল কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের আসরের জন্য মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার লিগে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো বিশেষ গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–সংক্রান্ত নাটকীয় ঘটনার কারণে। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপির বড় অঙ্কে দলে ভেড়ায়। তবে পরবর্তীতে ভারতের কিছু চরমপন্থী গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। সামনে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় উদ্বেগ আরও তীব্র হয়। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় এবং ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা চলমান রয়েছে।

ঠিক এই প্রেক্ষাপটেই গত ৬ জানুয়ারি রাতে পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। পরদিন পাকিস্তানের একাধিক শীর্ষ গণমাধ্যম নিশ্চিত করে যে, তিনি এবারের আসরে নিবন্ধন সম্পন্ন করা দশ বাংলাদেশি ক্রিকেটারের একজন।

মোস্তাফিজের পাশাপাশি পিএসএলে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। আগের আসরে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান লাহোর কালান্দার্স দলের হয়ে খেলেছিলেন এবং সে মৌসুমে দলটি শিরোপা জেতে।

গত মৌসুমে লিটন দাস করাচি কিংস–এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা ছিলেন পেশোয়ার জালমি স্কোয়াডে। তবে ইনজুরির কারণে লিটন দাস দ্রুত দেশে ফিরে আসেন এবং নাহিদ রানা কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।

-শরিফুল


টিভির পর্দায় আজকের সব খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৬ জানুয়ারি ০৮ ০৯:৫১:৩৮
টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার বিশ্ব ক্রীড়াঙ্গন মাতাতে থাকছে ক্রিকেট ও ফুটবলের ঠাসা আয়োজন। বিশেষ করে দেশের ক্রিকেট ভক্তদের নজর থাকবে বিপিএলের মাঠের দিকে।

দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে নোয়াখালী ও রাজশাহী।

এরপর সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ দ্বিতীয় ম্যাচে লড়বে ঢাকা ও সিলেট।

দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আজ সিডনিতে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ দিনের লড়াই। স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে ভোর ৫টা থেকেই এই রোমাঞ্চকর ম্যাচটি সরাসরি দেখানো হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যান্য আয়োজনের মধ্যে দুপুর ২টা ১৫ মিনিটে বিগ ব্যাশ লিগে লড়বে স্টার্স ও সিক্সার্স এবং রাত সাড়ে ৯টায় দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে মুখোমুখি হবে জোবার্গ ও পার্ল।

ফুটবল প্রেমীদের জন্য আজকের রাতটি হতে যাচ্ছে চরম উত্তেজনার। ইংলিশ প্রিমিয়ার লিগের মেগা ম্যাচে রাত ২টায় মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারপুল, যা স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ সরাসরি দেখা যাবে।

এছাড়া ইতালিয়ান সিরি আ-তে রাত ১টা ৪৫ মিনিটে এসি মিলান লড়বে জেনোয়ার বিপক্ষে। বিপিএল থেকে শুরু করে ইউরোপীয় ফুটবলের এই জমজমাট সূচি আজ দর্শকদের দিনভর টিভির পর্দায় বুঁদ করে রাখবে।

পাঠকের মতামত:

ব্যক্তিগত দায় বনাম প্রাতিষ্ঠানিক দায়: দায়মুক্তির এক রাজনৈতিক সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা কাগজে পড়লে প্রথমে মনে হয় এটা যেন কোনো যুদ্ধের খবর। এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাত–পা প্রায়... বিস্তারিত