টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ২১:৩৫:৩৪
টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস
লিটন দাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে প্রস্তুতির একটি আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে তার প্রধান লক্ষ্য হলো, বাংলাদেশ দল যেন টি-টোয়েন্টিতে নিয়মিতভাবে ২০০ থেকে ২৫০ রানের বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তোলে।

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নেদারল্যান্ডসকেঅনেকেই দুর্বল প্রতিপক্ষ ভাবলেও লিটন তাদের হালকাভাবে নিচ্ছেন না। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক ছোট দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা যদি হেরে যাই, হেরে যাব। কিন্তু মূল বিষয় হলো আমরা কতটা ভালো খেলতে পারছি।”

লিটন জানান, সিলেটের ব্যাটিং সহায়ক উইকেট আর এশিয়া কাপের ভেন্যু আবুধাবির কন্ডিশন প্রায় একইরকম হবে। তিনি বলেন, “আবুধাবিতেও উইকেট ব্যাটিং সহায়ক হবে, ঠিক যেমনটা সিলেটে। তবে ২০০-২৫০ রান করতে হলে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, দলের খেলোয়াড়রা শিশিরের মধ্যে অনুশীলন করেছে এবং তারা জানে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।

অধিনায়ক আরও জানান, নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের দলে ফেরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তিনি বলেন, “তাদের দলে ফেরানোয় আমি খুব খুশি। সোহান বহুদিন ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে। সাইফের আক্রমণাত্মক মানসিকতা আমাদের মিডল অর্ডারে দরকার ছিল। সঙ্গে সে কিছুটা বোলিংও করতে পারে। দু-এক ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের দল থেকে বাদ দেওয়া হবে না।”

তবে বৃষ্টির কারণে আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়। অন্যদিকে অতিথি দল নেদারল্যান্ডস বিকেলে ভালোভাবে তাদের নেট সেশন সম্পন্ন করেছে।

/আশিক


জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন মেসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৮ ০৯:২১:০২
জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন মেসি
ছবিঃ সংগৃহীত

চোট কাটিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে ইন্টার মিয়ামি লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে। চোটের কারণে মেসি মিয়ামির আগের দুটি ম্যাচে খেলতে পারেননি। আজ ফিরে এসেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।

ম্যাচের শুরু থেকেই ইন্টার মিয়ামি আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পায় অরল্যান্ডো সিটি। ৪৬ মিনিটে মারিও পাসালিচের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ এই একই স্কোরলাইনে শেষ হয়।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় মিয়ামি। তবে সমতাসূচক গোলটি আসে ম্যাচের ৭৫ মিনিটে। অরল্যান্ডোর খেলোয়াড় ব্রেকালো মিয়ামির খেলোয়াড়কে বক্সে ফেলে দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবং মিয়ামি পেনাল্টি পায়। ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন লিওনেল মেসি।

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৮ মিনিটে। জর্দি আলবার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন মেসি। বাম পাশ থেকে বাম পায়ে নেওয়া তার শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়, এতে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

যোগ করা সময়ে তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে মিয়ামি ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। লুইস সুয়ারেজের পাস থেকে সেগোভিয়া বক্সে ঢুকে চিপ শটে গোলটি করেন।

এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মিয়ামি লিগস কাপ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে সিয়াটল সাউন্ডার্স ও এলএএফসি-এর মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। ২০২৩ সালে মেসির অভিষেকের বছরেই এই দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। এবারও নিশ্চয়ই তারা সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন।

/আশিক


‘প্রীতির হ্যাটট্রিক’-এ নেপালকে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৯:৩৫:০৮
‘প্রীতির হ্যাটট্রিক’-এ নেপালকে হারাল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফিরতি রাউন্ডও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ আগস্ট) তারা নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। এই ম্যাচে একাই হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি থুইনু মারমার।

এর আগে প্রথম লেগের শেষ ম্যাচেও বাংলাদেশ নেপালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল। ফিরতি রাউন্ডের এই জয় বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকিয়ে রেখেছে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের তিনটি গোলই হয়েছে শেষ আট মিনিটে। ৩৮ মিনিটে থুইনু মারমার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময়ে নেপাল একটি গোল করে ব্যবধান ২-১ করে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের হয়ে বাকি দুটি গোলই করেন প্রীতি। তিনি ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৮৬ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। এরপর বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু শেষ দিকে প্রীতিকে বসিয়ে বিশ্রাম দেন।

এই ম্যাচ জয়ের পর বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে ভারতের সমান্তরালে রয়েছে। সন্ধ্যাবেলায় ভারত খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৩১ আগস্ট ভারতের বিপক্ষে। পরের ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশ ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।

/আশিক


 এক বলে ৩ ছক্কা! সিপিএলে অবিশ্বাস্য রেকর্ড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ১৮:১০:০৭
 এক বলে ৩ ছক্কা! সিপিএলে অবিশ্বাস্য রেকর্ড
১ ওভারে ৩৩ রান দিয়েছেন টমাস।সিপিএল

ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটে না, তবে গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই অসম্ভব ঘটনাই সম্ভব হয়েছে। সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস ইনিংসের ১৫তম ওভারে মাত্র একটি বলে ২২ রান দিয়েছেন। পুরো ওভারে দিয়েছেন ৩৩ রান। এক ওভারে ৩৩ রান সাধারণত হতেই পারে, কিন্তু এক বলে ২২ রান কীভাবে হলো?

ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টমাসের করা ১৫তম ওভারের প্রথম দুই বল থেকে রান আসে ৪। এরপর ওভারের তৃতীয় বলটি ডট বল হলেও পরে দেখা যায় সেটি ছিল ‘নো বল’। ফ্রি হিটে টমাস আবার ওয়াইড বল করেন। তার পরের দুটি বলও ছিল ‘নো বল’।

গায়ানার ব্যাটসম্যান রোমারিও শেফার্ড এই ফ্রি হিটগুলোর সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। প্রথম ফ্রি হিটে তিনি ছয় মারেন। এরপর আরও দুটি ‘নো বল’ হলে সেই দুটি ফ্রি হিটেও শেফার্ড পরপর দুটি ছয় মারেন। অর্থাৎ, একটি ‘লিগাল’ ডেলিভারিতেই টমাস পরপর তিনটি ছক্কা হজম করেন।

ম্যাচটিতে ১০ বলের ১৫তম ওভারের শেষ বলে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। এরপর ইনিংসের ১৭তম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন ২৭ রান দেন। এক ওভার শেষ করতে তার লাগে ১২ বল। এই ওভারে শেফার্ড দুটি চার ও দুটি ছয় মারেন। সব মিলিয়ে এই অলরাউন্ডার ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

এমন দুটি বাজে ওভারের পরও শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াই ম্যাচটি জিতেছে। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা গায়ানা ২০২ রান করে। জবাবে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দল সেন্ট লুসিয়া ১১ বল বাকি থাকতেই সেই লক্ষ্য পেরিয়ে যায়।


এসএ টোয়েন্টিতে বাংলাদেশিদের অংশগ্রহণ: রিয়াদসহ ২৩ জনের নাম ড্রাফটে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৬ ২১:০৭:৪৩
এসএ টোয়েন্টিতে বাংলাদেশিদের অংশগ্রহণ: রিয়াদসহ ২৩ জনের নাম ড্রাফটে
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম, যেখানে এবার বাংলাদেশ থেকে মাহমুদউল্লাহ রিয়াদসহ মোট ২৩ জন ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। নিলামের জন্য মোট ৭৮২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আগ্রহী। চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তাই দক্ষিণ আফ্রিকার এই আসরেও নাম দিয়েছেন সাবেক এই টাইগার অলরাউন্ডার। তবে রিয়াদ ছাড়া বাকি ২২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

ড্রাফটে নাম জমা দেওয়া মোট ৭৮২ জন ক্রিকেটারের মধ্যে ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার এবং ৪৫৪ জন বিদেশি খেলোয়াড়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ড থেকে এসেছেন ১৫৩ জন, যা সর্বোচ্চ। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭ এবং ভারতের ১৩ জন ক্রিকেটার রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার এবং কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও তালিকায় আছেন।

জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে এবং নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের ৩ জন করে ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। এই তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিছু বড় নামও দেখা যাবে, যেমন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয় এবং সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৪৬ বছর বয়সী প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির আছেন সবচেয়ে অভিজ্ঞদের তালিকায়।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এমন তারকাদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস-এর মতো ক্রিকেটাররাও ড্রাফটে রয়েছেন। এবারের নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে এবং এজন্য তাদের মোট ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার সুযোগ থাকবে।

/আশিক


সাকিবের নতুন ইতিহাস: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য ‘ডাবল’

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৫ ১৮:১৩:৪৯
সাকিবের নতুন ইতিহাস: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য ‘ডাবল’
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একইসঙ্গে এই ফরম্যাটে ৭ হাজার রান এবং ৫০০ উইকেট শিকারের অনন্য এক ‘ডাবল’ রেকর্ডের মালিকও হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। ম্যাচটিতে তিনি ২ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এই ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে তার মোট উইকেটের সংখ্যা এখন ৫০২। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার। এই রেকর্ডে তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের আগে এখন আছেন কেবল চারজন।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে। তিনি ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে ৪৮ বার সেরা হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন ৪৫ বার। সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে।

হেলস, পোলার্ড এবং ম্যাক্সওয়েলকে পেছনে ফেলা সাকিবের জন্য সহজ হলেও, গেইলকে টপকে যাওয়া বেশ কঠিনই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

/আশিক


নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ, সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে দারুণ জয়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৪ ২১:২৭:৪৪
নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ, সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে দারুণ জয়
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে ফিরেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এই জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। এর কিছুক্ষণ পর মিডফিল্ড থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এসেও সেই শট থামাতে পারেননি।

বিরতির পর নেপাল সমতায় ফেরার চেষ্টা চালালেও ৬২ মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করে তারা। বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে দুই ফরোয়ার্ড এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হন এবং আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন।

ম্যাচে বাংলাদেশের আরও গোলের সুযোগ তৈরি হয়েছিল। সুরভী আকন্দ প্রীতির দুটি শট ৮০ মিনিটে এবং যোগ করা সময়ে পোস্টে লেগে ফেরত আসে, ফলে তিনি হ্যাটট্রিক করতে পারেননি। থৈনু মারমার একটি দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া দারুণ দক্ষতায় গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এর আগে ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। সামনে তারা আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। এই জয় বাংলাদেশের মেয়েদের শুধু টুর্নামেন্টে ফেরায়নি, শিরোপার লড়াইয়েও তাদের টিকিয়ে রেখেছে।

/আশিক


ম্যানসিটি বনাম টটেনহাম: ইতিহাদে ফের বিধ্বস্ত সিটিজেনরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ২১:২৪:৩২
ম্যানসিটি বনাম টটেনহাম: ইতিহাদে ফের বিধ্বস্ত সিটিজেনরা
ছবিঃ সংগৃহীত

ম্যানচেস্টার সিটির জন্য প্রতিশোধের ম্যাচ ছিল, কিন্তু ঘরের মাঠ ইতিহাদে ২-০ গোলে টটেনহামের কাছে হেরেছে তারা। স্পার্সদের হয়ে গোল করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।

সর্বশেষ মৌসুমে ঘরের মাঠে টটেনহামের কাছে ৪-০ গোলে হেরেছিল সিটিজেনরা। আজ জয় দিয়ে শুরু করতে চেয়েছিল পেপ গার্দিওলার দল। তবে আর্লিং হালান্ড-ওমর মারমুশরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল ম্যানসিটিই, কিন্তু টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও তা দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর জনসনের গোলে এগিয়ে যায় স্পার্সরা।

পরে ম্যানসিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড-এর ভুলের কারণে আরও একটি গোল হজম করে সিটি। বার্নলি থেকে ফেরা এই গোলরক্ষক মার্কিংয়ে থাকা সতীর্থকে পাস দিলে তা কেড়ে নেন পাপে মাতার সার। এরপর বল পেয়ে পলহিনহা গোল করেন।

যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হালান্ড, কিন্তু তার হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টটেনহাম। অন্যদিকে সমান এক হার ও জয়ে ৩ পয়েন্টে পাঁচে আছে ম্যানসিটি।

/আশিক


এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ২০:০০:৩৪
এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক
ছবিঃ সংগৃহীত

আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ৬ বার শ্রীলংকা আর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ এখনো পায়নি।

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

শনিবার এশিয়া কাপের দল নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’

লিপু আরও বলেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলংকাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ তারিখ মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।

/আশিক


টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ০৯:০৪:৫৭
টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি
ছবিঃ সংগৃহীত

এক নজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি:

ক্রিকেট

সিপিএল

অ্যান্টিগা–গায়ানা,সময়: ভোর ৫টা,চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট ২

টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজ

শিকাগো–হারিকেন্স একাডেমি: সকাল ৭টা ৩০ মিনিট, টি স্পোর্টস

ক্যাপিটাল টেরিটরি–স্টার্স একাডেমি: সকাল ১০টা ৩০ মিনিট, টি স্পোর্টস

বাংলাদেশ ‘এ’–স্ট্রাইকার্স একাডেমি: দুপুর ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস

দ্য হানড্রেড

নর্দার্ন সুপারচার্জার্স–ওভাল ইনভিন্সিবলস: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

লন্ডন স্পিরিট–সাউদার্ন ব্রেভ: রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–টটেনহ্যাম: বিকেল ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–উলভারহ্যাম্পটন: রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড–অ্যাস্টন ভিলা: রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–লিডস ইউনাইটেড: রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা

পাওলি–বরুসিয়া ডর্টমুন্ড: রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

/আশিক

পাঠকের মতামত: