যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ 

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৪:৫৬:২৮
যুক্তরাষ্ট্র থেকে আসছে বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন জাহাজ 
ছবি: সংগৃহীত

সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা, যা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রদান করা হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘দুটি জাহাজের প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে আন্তর্জাতিক দর আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। কারিগরি মূল্যায়নে দুটি প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। চূড়ান্ত চুক্তি অনুযায়ী ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি টাকা) এই জাহাজ দুটি কেনা হবে।

এছাড়া অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’–এর (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ) অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্যাকেজগুলোর মধ্যে রয়েছে বিআরডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআরডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ এবং বিআরডব্লিউটিপি-ডব্লিউ১-০২।

/আশিক


জানুন আজকের সোনার বাজারদর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ১২:১৮:০১
জানুন আজকের সোনার বাজারদর
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বাজারে আজ বুধবার স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান ধাতুটি বিক্রি হচ্ছে। বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত আছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়। বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ওই দিনের মধ্যেই।

এদিকে, স্বর্ণের দাম কিছুটা কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

-শরিফুল


খাদের কিনারা থেকে এইচডিইউ: অর্থনীতির বর্তমান অবস্থা জানালেন উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:২৬:৩৫
খাদের কিনারা থেকে এইচডিইউ: অর্থনীতির বর্তমান অবস্থা জানালেন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত এক বছরে দেশের অর্থনীতি ‘খাদের কিনারা’ থেকে ‘আইসিইউ’ হয়ে বর্তমানে ‘হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)’ অবস্থান করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সরকারের এক বছরের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশের অর্থনীতি কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি এখনো ‘কেবিনে’ ফেরার পর্যায়ে পৌঁছায়নি। তার ভাষায়, “গরিব দেশের অর্থনীতি কেবিনে ফিরবে না; পেয়িং বেড বা সাধারণ ওয়ার্ডে ফিরবে, তারপর বাড়ি যাবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জানুয়ারির মধ্যে অর্থনীতি ‘ওয়ার্ডে’ ফেরার মতো সুস্থ অবস্থায় পৌঁছাবে।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে কিছু মৌলিক সংস্কার করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় জানুয়ারি পর্যন্ত এই সংস্কার কার্যক্রম চালানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, “আমরা রাজনীতিবিদদের বলেছি, এসব সংস্কার কার্যক্রমে যদি তোমরা বাধা দাও, তাহলে এর দায় তোমাদের সরকারের ওপর পড়বে।”

/আশিক


বাণিজ্য উপদেষ্টার আশা যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে দ্রুতই

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:৫৮:৫৮
বাণিজ্য উপদেষ্টার আশা যুক্তরাষ্ট্রের শুল্ক কমবে দ্রুতই
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব পক্ষ থেকে যৌথ প্রচেষ্টা চলছে। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল এ মাসের শেষে চুক্তির খসড়া তৈরি করবে বলে জানা গেছে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানি উন্মুক্ত করা হবে। যে দেশে সস্তায় পেঁয়াজ পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি আনা হবে বলে বাণিজ্য উপদেষ্টা জানান।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধের প্রভাব লক্ষ্যণীয় হবে না বলেও তিনি জানান। যদিও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতির বিষয়টি বিদ্যমান, ব্যবসায়ীরা তা মোকাবিলা করছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের জন্য চিঠি দেয়া হয়েছে, তবে এখনো সাড়া মেলেনি।

এসব কথা তিনি মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান।

/আশিক


পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৫:৪৬:২৫
পেঁয়াজ আমদানিতে সরকারের নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে শিগগিরই আমদানি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পেঁয়াজ আমদানি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে এবং বিশ্বের যে কোনও দেশ থেকে সস্তায় পেঁয়াজ আনা হবে।

পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই নিষেধাজ্ঞা দেশের রপ্তানি লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কিছু ঘাটতি থাকলেও ব্যবসায়ীরা তা মোকাবিলা করছে এবং বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

/আশিক


 আসছে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত নতুন ১০০ টাকার নোট

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৬:৪৯:৪৩
 আসছে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত নতুন ১০০ টাকার নোট
ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বাজারে নতুন নকশার ১০০ টাকার নোট চালু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নোটে দশটি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, যা জানা থাকলে সহজেই আসল ও নকলের পার্থক্য বোঝা যাবে।

নতুন নোটের সামনের ডান কোনায় মুদ্রিত ‘১০০’ সংখ্যাটি রঙ পরিবর্তনশীল, অর্থাৎ নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজ রঙে বদলে যাবে। বাম দিকে লাল ও উজ্জ্বল রূপালি রঙের নিরাপত্তা সুতা রয়েছে, যা নাড়ালে লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে। এছাড়াও নোটটিতে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাত দিয়ে স্পর্শ করলে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডান পাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা, যা শুধুমাত্র আলোর বিপরীতে থাকলে চোখে পড়বে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশা ও সিরিজের অংশ। এই সিরিজের মধ্যে নতুনভাবে ৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকার নোট বাজারে আসবে। এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।

নোটটির ডিজাইনেও বড় পরিবর্তন আনা হয়েছে। সামনের দিকের বামে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি স্থান পেয়েছে। মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার চিত্র ও পেছনে সুন্দরবনের মনোরম দৃশ্য ফুটে উঠেছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখের ছাপ যুক্ত রয়েছে, যা নোটটিতে সৌন্দর্য ও নিরাপত্তা দুইই যোগ করেছে।

/আশিক


আজকের স্বর্ণের দাম তালিকা এক নজরে

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৩:২২:৩৪
আজকের স্বর্ণের দাম তালিকা এক নজরে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেলেও দেশের বাজারে এখনো সেই প্রভাব পড়েনি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ দামে আজ সোমবারও (১১ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনা করে নিয়মিত দাম সমন্বয় করা হলেও বর্তমানে স্থিতিশীল দাম বজায় রাখা হয়েছে, যাতে ক্রেতারা হঠাৎ মূল্যবৃদ্ধির চাপ অনুভব না করেন।

বর্তমান স্বর্ণের দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা

২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা

১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকা

সনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকা

স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার মান, ডিজাইন, ও কারিগরি জটিলতার ওপর ভিত্তি করে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

বাজুস সর্বশেষ ২৩ জুলাই ২০২৫ তারিখে স্বর্ণের দাম সমন্বয় করে। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ১,৭৩,১৭৫ টাকা। বর্তমান দামে তা সামান্য কমে এসেছে এবং তারপর থেকে আর কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলেও স্থানীয় বাজারে তা প্রতিফলিত হয়নি, যা মূলত ক্রেতাদের স্বস্তি দিচ্ছে।

রুপার বর্তমান দাম (প্রতি ভরি)২২ ক্যারেট: ২,৮১১ টাকা

২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা

১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা

সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা

রুপার মূল্যও অপরিবর্তিত রয়েছে, যা অলংকার ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্থিতিশীল বাজার পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

ক্রেতাদের জন্য নির্দেশনা

বাজুস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উভয়েই পরামর্শ দিয়েছে, স্বর্ণ বা রুপা কেনার সময় অবশ্যই বিক্রয় রসিদ নিতে হবে এবং মান পরীক্ষার মাধ্যমে খাঁটি পণ্য কিনতে হবে। এতে ক্রেতারা প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন এবং প্রয়োজনে ভবিষ্যতে দাবি-দাওয়ার ক্ষেত্রে প্রমাণ উপস্থাপন করতে পারবেন।


টাকা ছাপানো ও বণ্টনে বিপুল খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৭:৪৪:০১
টাকা ছাপানো ও বণ্টনে বিপুল খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, প্রতিবার টাকা ছাপানো, পরিবহন ও বণ্টনে দেশ ব্যাপক অর্থ ব্যয় করে। তিনি জানান, প্রতিবছর এই কাজে প্রায় ২০ হাজার কোটি টাকার খরচ হয়। তাই নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, টাকা ছাপানো, সংরক্ষণ ও বণ্টনে যে বিপুল খরচ হয় তা কমাতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলছে।

রোববার রাজধানীর গুলশানে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হবে, যা ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য লেনদেনকে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করবে। এর ফলে নগদ অর্থের ব্যবহার কমে রাষ্ট্রের খরচও কমে যাবে।

গভর্নর স্মার্টফোনের গুরুত্বেও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির জন্য সবার স্মার্টফোন থাকা জরুরি। এজন্য দাম কমিয়ে ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনার চেষ্টা চলছে, যাতে সবাই স্মার্টফোনের আওতায় আসতে পারে। এছাড়া ইন্টারনেটের দাম কমানো এবং সেবার মান উন্নত করাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে সংস্কারসহ কিছু পদক্ষেপ নিয়েছে, যা রপ্তানি খাতকে শক্তিশালী করেছে এবং বড় ধরনের অর্থনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করেছে। তবে বিদেশি বিনিয়োগ না আসা, কর্মসংস্থানের অভাব এবং রাজস্ব আয় বৃদ্ধি না হওয়া উদ্বেগজনক বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অনেকে।

/আশিক


তেলের বাজারে জুনের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ১৪:৩৫:৪২
তেলের বাজারে জুনের পর সর্বোচ্চ সাপ্তাহিক পতন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার (৮ আগস্ট) তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, পুরো সপ্তাহে জুনের পর সবচেয়ে বড় পতন রেকর্ড হয়েছে। বিশ্লেষকদের মতে, শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ এই পতনের প্রধান কারণ। খবর রয়টার্স।

শুক্রবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৬ দশমিক ৫৯ ডলার। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম অপরিবর্তিত থেকে ৬৩ দশমিক ৮৮ ডলারে স্থির থাকে। তবে সাপ্তাহিক হিসেবে ব্রেন্টের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ দশমিক ১ শতাংশ।

দিনের শুরুর দিকে মার্কিন তেলের দাম ১ শতাংশের বেশি হ্রাস পায় ব্লুমবার্গের এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে এবং একটি প্রস্তাবিত চুক্তির মাধ্যমে রাশিয়া কিছু দখলকৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে পারে এবং রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। তবে একই সঙ্গে রাশিয়ান তেলের ক্রেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বিরোধও তীব্র হচ্ছে। ট্রাম্প সতর্ক করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনতে থাকলে তাদের ওপর শুল্ক বাড়ানো হবে। একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে চীনের ক্ষেত্রেও।

এছাড়া, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একাধিক দেশের আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও তেলের চাহিদা কমে যাওয়ার নতুন আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস জানিয়েছে, সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রেও সক্রিয় তেল রিগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১১-এ।

এফজিই নেক্সান্টইসিএর বিশ্লেষণে বলা হয়েছে, ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার ফলে বাজারে আবারও নেতিবাচক মনোভাব ফিরে এসেছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ফেডারেল রিজার্ভের শূন্য পদে মনোনীত করেছেন। এতে সুদের হার কমার প্রত্যাশা তৈরি হয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

শুক্রবার ডলারের মান কিছুটা বেড়েছে, যদিও সপ্তাহজুড়ে তা নিম্নমুখী ছিল। ডলারের মান বৃদ্ধি পেলে বিদেশি ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত তেলের দাম বেড়ে যায়, ফলে চাহিদা কমতে পারে।

যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিনিয়োগকারীরা তেলের ফিউচার ও অপশন বাজারে তাদের নেট লং পজিশন হ্রাস করেছেন।

/আশিক


বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁলো নতুন উচ্চতা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১০ ০৮:২০:১৪
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছুঁলো নতুন উচ্চতা
ছবিঃ সংগৃহীত

রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে দীর্ঘমেয়াদি চাপ ও অনিশ্চয়তা কাটিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ইতিবাচক পথে ফিরছে। এই অগ্রগতি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে এবং মুদ্রাবাজারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM-6) অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। এক বছর আগে ২০২৪ সালের আগস্টের শুরুতে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যেখানে ব্যয়যোগ্য রিজার্ভ নেমে গিয়েছিল ১৪ বিলিয়ন ডলারের নিচে যা গত দশ বছরের মধ্যে অন্যতম নিম্নতম অবস্থান ছিল এবং আমদানিতে তীব্র চাপ সৃষ্টি করেছিল।

রিজার্ভ বৃদ্ধির মূল কারণ

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই প্রবৃদ্ধি মূলত দুই খাতের ইতিবাচক প্রভাবের ফল—

রেমিট্যান্স প্রবাহ: মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিয়মিতভাবে রেমিট্যান্স পাঠাচ্ছেন। সাম্প্রতিক সময়ে হুন্ডি কার্যক্রম হ্রাস পাওয়ায় আনুষ্ঠানিক চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ আরও বেড়েছে।

পণ্য রপ্তানি বৃদ্ধি: তৈরি পোশাক (RMG) খাতের সঙ্গে কৃষিপণ্য, চামড়া এবং হিমায়িত খাদ্যের রপ্তানিতে স্থায়ী প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নতুন বাজারে প্রবেশ এবং ইউরোপে পোশাকের চাহিদা এ খাতকে আরও শক্তিশালী করছে।

বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২০ বিলিয়ন ডলার, যা মাসিক গড় সাড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে তিন মাসেরও বেশি সময়ের জন্য যথেষ্ট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে— সেই হিসেবে বাংলাদেশ এখন তুলনামূলকভাবে স্বস্তিকর অবস্থানে আছে।

বিশ্লেষকরা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধির ফলে টাকার মানের ওপর চাপ কমবে, ডলার বাজারে স্থিতি ফিরে আসবে এবং ব্যবসায়ী মহলে আস্থা বাড়বে। তবে তারা সতর্ক করে বলেছেন, কেবল রিজার্ভ বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য রপ্তানি খাতকে বহুমুখী করা, প্রবাসী আয়ের স্থিতিশীলতা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করা জরুরি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বর্তমানে বৈদেশিক মুদ্রার বাজার অনেকটাই স্থিতিশীল। ডলার সরবরাহ বাড়ায় আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো যাচ্ছে এবং বাজারে অস্থিরতা অনেকটাই হ্রাস পেয়েছে।”

-রফিক

পাঠকের মতামত:

জানুন আজকের সোনার বাজারদর

জানুন আজকের সোনার বাজারদর

বাংলাদেশের বাজারে আজ বুধবার স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান ধাতুটি বিক্রি... বিস্তারিত