গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট উপহার

অন্যান্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৫:৫৫:৪২
গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট উপহার

গতকাল বুধবার দুপুরের পর দেশব্যাপী লাখ লাখ গ্রামীণফোন গ্রাহক হঠাৎ করে ফোরজি ইন্টারনেট সেবায় বিঘ্নের সম্মুখীন হন। ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে সমস্যার সম্মুখীন হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রামীণফোনের নেটওয়ার্ক টিম বিষয়টি দ্রুত পর্যবেক্ষণ করে এবং জানান, এটি একটি অস্থায়ী কারিগরি ত্রুটি ছিল যা সনাক্ত ও দ্রুত সমাধান করা হয়েছে।

গ্রাহকদের এই দুর্ভোগের জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ভোগান্তির ক্ষতিপূরণের জন্য বিশেষ প্রস্তাব ঘোষণা করেছে।

গ্রামীণফোন জানায়, সমস্ত গ্রাহক ৫০০ এমবি ইন্টারনেট ফ্রি পাবেন, যা ২৪ ঘণ্টা ব্যবহারযোগ্য থাকবে। এই অফারটি নিতে হলে গ্রাহককে ১৫ মে, ২০২৫-এর মধ্যে নির্ধারিত কোড 1215855# ডায়াল করতে হবে।

প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়েছে, এই ফ্রি ইন্টারনেট অফারটি একমাত্র একবারই গ্রহণযোগ্য হবে এবং নির্ধারিত সময়সীমার বাইরে গেলে অফার বাতিল হয়ে যাবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গ্রাহকদের পাশে দাঁড়িয়ে আরও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।


আজকের আবহাওয়া নিয়ে যা বলসে আবহাওয়া অধিদপ্তর

অন্যান্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৯:৩৫:৩৯
আজকের আবহাওয়া নিয়ে যা বলসে আবহাওয়া অধিদপ্তর

সত্য নিউজ: রাজধানী ঢাকায় রোববার (১৮ মে) দিনভর আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ঢাকার জন্য প্রকাশিত ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদদের মতে, যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে বজ্রবৃষ্টির ঝুঁকি একেবারে এড়ানো যাচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস; বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের সামগ্রিক আবহাওয়ার চিত্র বলছে, উত্তর ও পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মেঘমালার প্রভাবে কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, বজ্রবৃষ্টির সময় জনগণকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করতে। প্রাক–বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত দুর্ঘটনার ঝুঁকি থাকায় সবার মধ্যে সচেতনতা বাড়ানো দরকার।


অ্যান্ড্রয়েড সাইডলোড: সুবিধার সঙ্গে বাড়ছে নিরাপত্তার যে আতঙ্ক!

অন্যান্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৮ ০৮:৫১:৪৮
অ্যান্ড্রয়েড সাইডলোড: সুবিধার সঙ্গে বাড়ছে নিরাপত্তার যে আতঙ্ক!

সত্য নিউজ: এক সময় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাছে অ্যাপ সাইডলোড করা ছিল নতুনত্বের উৎসব ও রোমাঞ্চের প্রতীক। ২০১২ সালে স্যামসাং গ্যালাক্সি ইয়াং ডুয়োস ফোন হাতে পাওয়া এক ব্যবহারকারী নিজেই বুটলোডার আনলক করে কাস্টম রিকভারি ইনস্টল করার মাধ্যমে কাস্টম রম ফ্ল্যাশসহ নানা অ্যাপ ও গেম সাইডলোড করতেন। তখন এটি ছিল প্রযুক্তিগত সৃজনশীলতার প্রকাশ এবং নতুন ফিচার উপভোগের একটি মাধ্যম।

কিন্তু ২০২৫ সালে আধুনিক স্মার্টফোন যেমন ওয়ানপ্লাস ১৩ হাতে পাওয়ার পর সেই আগ্রহ একেবারেই কমে গেছে। আধুনিক অ্যান্ড্রয়েড সিস্টেমের উন্নতির পরও সাইডলোডের ঝুঁকি এখন ভয়াবহ মনে হচ্ছে। ক্ষতিকর সফটওয়্যার, ম্যালওয়্যার ও তথ্য চুরি হওয়ার আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে। গুগল নতুন নতুন নিরাপত্তা গার্ডরেল আর অনুমতির ধাপ বসিয়ে ব্যবহারকারীদের সাইডলোড থেকে বিরত রাখার চেষ্টা করছে।

অ্যাপ সাইডলোড এখন আর শুধু নতুন কিছু চেষ্টা করার হাতিয়ার নয়, বরং বড় ধরনের নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়। এক অভিজ্ঞ ব্যবহারকারীর কথায়, “আগে যেখানে সাইডলোড মানে ছিল নতুন প্রযুক্তির পরীক্ষা, এখন সেটি রকমারি নিরাপত্তা ঝুঁকির সাথে জড়িয়ে গেছে।”

বর্তমানের স্মার্টফোন শুধু কল-বার্তা বা গেমিংয়ের মাধ্যম নয়; ব্যাংকিং, সরকারি ও অফিসিয়াল কাজ, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও যোগাযোগের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তাই একটি ভুল অ্যাপ ইনস্টল পুরো ডিজিটাল জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। ব্যক্তিগত তথ্য হ্যাকিং, ব্যাংক অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার, পরিচয় চুরি এখন ভয়ংকর বাস্তবতা।

তাছাড়া, জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্পটিফাই এখন অ্যাপের অননুমোদিত সংস্করণ ব্যবহারে কঠোর শাস্তি আরোপ করছে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থায়ী নিষিদ্ধের কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, “সাইডলোডে সামান্য অর্থ বাঁচালে যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা ব্যক্তিগত তথ্য হারিয়ে যায়, তাহলে সেই সাশ্রয় অর্থহীন।” তবে এখনও নির্ভরযোগ্য উৎস থেকে সাইডলোড করা নিরাপদ বলে মনে করা হয়, যেখানে অফিসিয়াল ওয়েবসাইট বা পরিচিত প্ল্যাটফর্মের মাধ্যমেই ডাউনলোডের পরামর্শ দেওয়া হচ্ছে।

ফলে আধুনিক যুগের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সাইডলোড এখন একটি বিচক্ষণতা ও সতর্কতার খেলা, যেখানে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিজিটাল জীবনের ঝুঁকি এড়াতে সাইডলোডের ক্ষেত্রে যুক্তিযুক্ত পদ্ধতি অনুসরণই এখন সময়ের দাবি।


যেভাবে পানিদূষণ রোধ করবে ঢাবি অধ্যাপকের নতুন প্রযুক্তি

অন্যান্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১৭:১৩:১৯
যেভাবে পানিদূষণ রোধ করবে ঢাবি অধ্যাপকের নতুন প্রযুক্তি

ঢাকা মহানগরের পানির গুণগত মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতালের বর্জ্য পানি পরিশোধনের জন্য নতুন ও উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পথে এগিয়ে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তার নেতৃত্বে, এক অভাবনীয় গবেষণা প্রকল্পের মাধ্যমে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া (এএমআর) এবং জীবাণুবাহিত দূষণ রোধে কার্যকর সমাধান নিয়ে আসার প্রস্তুতি চলছে। প্রকল্পটি অর্থায়ন করছে জাপানের দুই শীর্ষ বিজ্ঞান ও উন্নয়ন সংস্থা—জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)।

বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য একটি নীরব হুমকি হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া। ঢাকার বাস্তবতায়, এই হুমকি আরও প্রকট, কারণ শহরের প্রায় ৫০০ হাসপাতালের ব্যবহৃত পানি কোনো রকম পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হয়। পরবর্তীতে সেই পানি ওয়াসা কর্তৃক পরিশোধিত হয়ে বাড়িঘরে পৌঁছায়। যদিও এসব পানি ফিল্টার করা হয়, তবু অতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া এবং অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন এর মধ্য দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। এই প্রক্রিয়াই এক সময় সুপেয় পানিকেও বিপজ্জনক করে তুলছে।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “এই ব্যাকটেরিয়াগুলো অনেক সময় প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট করে দেয়। ফলে রোগ সহজে সারে না, বরং জটিল রূপ নেয়। এটি ক্যান্সারের মতোই ভয়ানক, এমনকি দীর্ঘমেয়াদে আরও মারাত্মক।”

এই সমস্যা মোকাবেলায় অধ্যাপক আনোয়ার ও তার গবেষক দল জাপানের এহিমে ও শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে অক্সিডেশন এবং অ্যাডভান্স অক্সিডেশন নামক দুটি উন্নত পানি পরিশোধন পদ্ধতি নিয়ে কাজ করছেন। পরীক্ষাগারে ইতিমধ্যে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে তারা। পরবর্তী ধাপে এই প্রযুক্তি বাস্তব ক্ষেত্রে হাসপাতালের বর্জ্য পানিতে প্রয়োগ করে কার্যকারিতা যাচাই করা হবে।

এই পাঁচ বছর মেয়াদি গবেষণা প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ৫০০ মিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা। এর মধ্যে ৩০ কোটি টাকা খরচ হবে প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা অবকাঠামো নির্মাণে, বাকি ২০ কোটি টাকায় বাংলাদেশি গবেষকদের জাপানে প্রশিক্ষণ ও পিএইচডি কর্মসূচিতে পাঠানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পের আওতায় স্থাপিত হবে আধুনিক "ঢাকা ওয়াটার এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার"। এই কেন্দ্রটি বাংলাদেশে পানির গুণমান, এএমআর ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), CDC ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার জন্যও দরজা খুলে যাবে এই কেন্দ্রের মাধ্যমে।

প্রকল্পের আওতায় কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী জাপানের তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। সেখানে তারা গবেষণার পাশাপাশি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকার সমপরিমাণ সম্মানীও পাবেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা জাপানে বিভিন্ন কর্মশালা, গবেষণা সম্মেলন এবং বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

২০১৯ সালে শুধু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে বাংলাদেশে ২৬,২০০ জন সরাসরি এবং প্রায় ৮৫ হাজার মানুষ পরোক্ষভাবে মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০৫০ সালের মধ্যে শুধু এশিয়াতেই প্রতি বছর এএমআরের কারণে ৪.৭ মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে। এমন বাস্তবতায় অধ্যাপক আনোয়ারের নেতৃত্বে এই প্রকল্প এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যাপক আনোয়ার বলেন, “আমাদের লক্ষ্য হলো, হাসপাতালের বর্জ্য পানি শোধন করে জীবাণুমুক্ত করার পর তা নদীতে ফেলা হোক। তাহলে সেটি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে না। এটি নতুন প্রযুক্তি, কিন্তু বাস্তবায়নে আর বিলম্ব করার সুযোগ নেই।” তিনি আশা প্রকাশ করেন, প্রথমে ঢাকা শহরে প্রকল্প বাস্তবায়নের পর এর কার্যকারিতা প্রমাণ হলে সারা দেশে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও এর প্রয়োগ ঘটবে।


ইন্টারনেটের দাম কমান নিয়ে বিটিআরসির হুঁশিয়ারি বার্তা

অন্যান্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৭:১৯:০৭
ইন্টারনেটের দাম কমান নিয়ে বিটিআরসির হুঁশিয়ারি বার্তা

সত্য নিউজ: মোবাইল ইন্টারনেটের মূল্য এখনো সাধারণ জনগণের নাগালের মধ্যে না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি অপারেটরদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দামে সেবা নিশ্চিত না করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সদর দফতরে "বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫" উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

কঠোর অবস্থানে সরকার

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “মোবাইল অপারেটররা সরকারের কাছ থেকে বারবার সুযোগ-সুবিধা পাওয়ার পরও ইন্টারনেটের মূল্য যৌক্তিক মাত্রায় আনছে না। এবার যদি তারা কার্যকর সাড়া না দেয়, তাহলে সেবার মান, বকেয়া পাওনা এবং অন্যান্য কর্পোরেট সুবিধা প্রত্যাহারের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি বলেন, “নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি কাঠামো তৈরি করেছে। বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সেবার মান ও মূল্যের ভারসাম্য আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা এখনও এই উদ্যোগে সাড়া দেয়নি, তাদের দ্রুত সম্পৃক্ত হওয়া উচিত।”

ব্যবসা নয়, নাগরিক অধিকার

তিনি আরও বলেন, “আমরা কারও ব্যবসার পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের মৌলিক ডিজিটাল অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা চাই, একটি ন্যায্য মূল্যে মানসম্পন্ন ইন্টারনেট সেবা নাগরিকদের হাতে পৌঁছাক।”

গ্রামীণফোনের ব্ল্যাকআউট নিয়ে তদন্ত

সংবাদ সম্মেলনে সম্প্রতি গ্রামীণফোনের সারাদেশব্যাপী নেটওয়ার্ক বিপর্যয়ের প্রসঙ্গও উঠে আসে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, “১৪ মে, বুধবার বিকেলে প্রায় ৪০ মিনিট ধরে গ্রামীণফোনের ফোরজি ও নেটওয়ার্ক কাভারেজে ব্ল্যাকআউট ছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় অপারেটরের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রুটিন সচিব জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত: