আজ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩১ ০৯:১৯:১৩
আজ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন
ছবি: সংগৃহীত

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ (৩১ জুলাই)। তবে অন্যান্য দলগুলোর কাছে হিসাব চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে এ সংক্রান্ত কোনো চিঠি পাঠায়নি নির্বাচন কমিশন (ইসি)। ইসির ব্যাখ্যা—দলের নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে হিসাব চাওয়া হয়নি।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল ইতোমধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামপন্থী দলসহ অনেক রাজনৈতিক দল এখনো এ সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। চাইলে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, নিবন্ধিত দলগুলোর প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। এ নিয়ম তিন বছর পরপর লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।

এর পাশাপাশি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ খসড়া নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের কাছ থেকে দাবি ও আপত্তি জানাতে ১১ দিনের সময় নির্ধারণ করেছে ইসি। ১০ আগস্টের মধ্যে সুনির্দিষ্ট লিখিত বক্তব্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধান ও ২০২১ সালের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের আলোকে জনসংখ্যা, প্রশাসনিক সীমা ও আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট নাগরিকরা চাইলে নির্বাচন কমিশনে পাঁচ কপিতে লিখিত দাবি, আপত্তি, সুপারিশ বা মতামত জমা দিতে পারবেন। তবে নির্ধারিত সময়সীমার বাইরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ