নির্বাচনে পক্ষপাত নয়, পেশাদারিত্ব নিশ্চিত করতে নির্দেশ ড. ইউনূসের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৬:৪৮:০৭
নির্বাচনে পক্ষপাত নয়, পেশাদারিত্ব নিশ্চিত করতে নির্দেশ ড. ইউনূসের
ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকালে রাজধানীর যমুনা ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ বরদাশত করা হবে না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। এ দায়িত্ব পালনকালে তাঁদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”

বৈঠকে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সম্ভাব্য সহিংসতা রোধ, ভোটার তালিকা হালনাগাদ, এবং ভোটকেন্দ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

পর্যালোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পুলিশের আইজিপি, র‍্যাব, বিজিবি, সিভিল প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনায় নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ