গণতন্ত্র বন্দি, দেশ চলছে স্বৈরাচারীদের নির্দেশে: টাঙ্গাইলে প্রতিবাদে বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১০:০৬:০৫
গণতন্ত্র বন্দি, দেশ চলছে স্বৈরাচারীদের নির্দেশে: টাঙ্গাইলে প্রতিবাদে বিএনপি

টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলছেন ও অপপ্রচারে লিপ্ত, তারা নিজেই ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। তিনি স্পষ্ট করে বলেন, “বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে ইতিহাস জেনে ও বাস্তবতা বুঝে মন্তব্য করুন। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির রক্তঝরা আত্মত্যাগের ইতিহাস অপরিমেয় ও অপূরণীয়।”

শনিবার টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এই কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র বন্দি অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রাধান্য পেয়েছে। এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে হলে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

তিনি রাজনৈতিক শিষ্টাচার প্রসঙ্গে বলেন, “আজকের রাজনীতিতে শালীনতার অভাব ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি বরাবরই প্রতিপক্ষ ও সরকারপক্ষের প্রতি সম্মান দেখিয়ে কথা বলেছে। কিন্তু কিছু নতুন দল ও তথাকথিত ইসলামী সংগঠনের বক্তব্যে যে রূঢ়তা ও শিষ্টাচারের ঘাটতি দেখা যাচ্ছে, তা শুধু রাজনীতিকেই কলুষিত করছে না, বরং সাধারণ মানুষের মনেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।”

তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বিরূপ মন্তব্যকারীদের উদ্দেশ্যে টুকু বলেন, “গত ১৬ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। যারা তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা হয়তো তার নেতৃত্বগুণ, রাজনৈতিক দূরদর্শিতা ও জনসম্পৃক্ততা সম্পর্কে অজ্ঞ।”

সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে টুকু বলেন, “সংস্কার কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অথচ ১১ মাস পার হলেও কোনো বাস্তব সংস্কার জনগণ দেখতে পায়নি। বরং নির্বাচন বানচালের অপচেষ্টা অব্যাহত রয়েছে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই দেশের সকল ক্ষমতার মূল উৎস। সেই নীতিতেই দল পরিচালিত হয়। কোনো নেতাকর্মীর অস্বচ্ছ আচরণ বা ব্যক্তিগত স্বার্থ দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করলে, তাকে একচুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।”

সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের কর্তৃত্ববাদী নীতির কঠোর সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ