হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও এখন পড়ে ফেলা সম্ভব, জেনে নিন কিভাবে

প্রযুক্তি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৯ ১২:০৩:০৮
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও এখন পড়ে ফেলা সম্ভব, জেনে নিন কিভাবে
ছবিঃ সংগৃহীত

বর্তমানে হোয়াটসঅ্যাপ অনেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কথাবার্তা, তথ্য আদান-প্রদান, অফিস বা ব্যক্তিগত কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয় নিয়মিত। কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ একটি মেসেজ পাঠিয়ে কিছুক্ষণ পরই সেটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ করে দেন। এতে অনেকেই ভাবতে থাকেন—সেই মেসেজে কী ছিল?

এই কৌতূহলের এখন কার্যকর সমাধান পাওয়া গেছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা চাইলে ডিলিট করা মেসেজও পড়ে ফেলতে পারবেন। এ জন্য কিছু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে, যেগুলো গুগল প্লে স্টোরে সহজেই পাওয়া যায়।

এরকম দুটি জনপ্রিয় অ্যাপ হলো WAMR এবং WhatsRemoved+। এই অ্যাপগুলো ডাউনলোড করে প্রয়োজনীয় অনুমতি দিলেই, হোয়াটসঅ্যাপে কেউ কোনো মেসেজ পাঠিয়ে পরে তা ডিলিট করলেও, সেই মেসেজ অ্যাপে সেভ হয়ে যাবে। অর্থাৎ, মূল চ্যাট থেকে মেসেজ ডিলিট হয়ে গেলেও, ব্যবহারকারী অ্যাপের মধ্যে সেটি দেখতে পারবেন।

তবে এটি কেবল অ্যান্ড্রয়েড ফোনে কার্যকর। আইফোন বা iOS ব্যবহারকারীরা এখনো এই সুবিধা পান না। এর কারণ, iOS সিস্টেম নিরাপত্তার কারণে থার্ড পার্টি অ্যাপকে এমন বার্তা পড়ার অনুমতি দেয় না।

ফলে যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তারা চাইলে এখন থেকে ডিলিটেড মেসেজগুলোও অনায়াসে পড়ে নিতে পারবেন। এ জন্য গুগল প্লে স্টোরে গিয়ে WAMR কিংবা WhatsRemoved+ ইনস্টল করে নিলেই হবে। তবে এসব অ্যাপ ব্যবহারের সময় ডিভাইসের নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ