'বিএনপির নামে চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা'

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১১:৪৫:২৫
'বিএনপির নামে চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা'

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এমন আচরণকারীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কেবল সাংগঠনিক ব্যবস্থাই নয়, প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

শনিবার (১২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ সভায় আমিরুল ইসলাম বলেন, “বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। আমরা আদর্শিক ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে দেশ ও গণতন্ত্র রক্ষায় লড়াই করছি। এই দলের পরিচয় কেউ কলঙ্কিত করলে তা বরদাশত করা হবে না।”

সভায় তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারভিত্তিক ৩১ দফা কর্মসূচি একটি সুপরিকল্পিত রাজনৈতিক রূপকল্প। এই কর্মসূচির সফল বাস্তবায়নের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা পাবে। তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ৩১ দফার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনতার পাশে থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুর রাজ্জাক মাস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনায় অংশ নেওয়া স্থানীয় নেতারা বলেন, সংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, তৃণমূলের নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় দ্রুত ইউনিটভিত্তিক সাংগঠনিক কার্যক্রম শুরু করাই এখন সময়ের দাবি। তারা চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক শুদ্ধি অভিযান ছাড়া দলের কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়।

বক্তব্যের শেষে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। আমাদের লড়াই কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় এটা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণমানুষের সংগ্রাম। তাই যারা ত্যাগ স্বীকার করে এ পথচলায় রয়েছেন, তাদের সম্মান রক্ষা করতে হলে সংগঠনকে অভ্যন্তরীণভাবে শুদ্ধ করতে হবে।”

এই মতবিনিময় সভায় যেমন রাজনৈতিক শৃঙ্খলার প্রতি জোর দেওয়া হয়েছে, তেমনি রাষ্ট্র সংস্কারের সংগ্রামে তৃণমূলের ভূমিকার গুরুত্বও উঠে এসেছে। দলের ভাবমূর্তি রক্ষা ও ভবিষ্যৎ নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সভাকে বিএনপির তৃণমূল পর্যায়ে একটি ‘বার্তা দেওয়া’ উদ্যোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ