শুরু ভালো, শেষ হতাশাজনক—শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংস ১৫৪

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২১:৩৮:৪০
শুরু ভালো, শেষ হতাশাজনক—শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইনিংস ১৫৪

ব্যাটিং সহায়ক পাল্লেকেলে উইকেটে বাংলাদেশ নেমেছিল বাড়তি ব্যাটার নিয়ে। একাদশে রাখা হয় চারজন স্বীকৃত ওপেনার। তবুও প্রত্যাশা অনুযায়ী বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ থেমেছে ১৫৪ রানে।

তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের উদ্বোধনী জুটি শুরুটা ভালোই করেছিল। দ্বিতীয় ওভারেই চার হাঁকিয়ে আগ্রাসী মেজাজের ইঙ্গিত দেন পারভেজ। পাওয়ার প্লেতে ৫৩ রান তুলে নেয় বাংলাদেশ, যার বড় অংশই আসে পারভেজের ব্যাট থেকে—১৬ বলে ৩৫ রান (৫টি চার ও ১টি ছয়)।

তবে এই সূচনাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে তানজিদ ১৭ বলে ১৬ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর একে একে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

লিটন দাস (১১ বলে ৬) ভ্যান্ডারসের গুগলিতে এলবিডব্লু হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, আম্পায়ার্স কল বহাল থাকে।পারভেজও থামেন ২২ বলে ৩৮ রানে, থিকশানার বলে লং অফে ক্যাচ দিয়ে। ৯ ওভারে স্কোর দাঁড়ায় ৬৯/৩। এরপর দেখা দেয় বাউন্ডারির খরা, যা কাটে ২৭ বল পর মোহাম্মদ নাঈমের স্লগ সুইপে।

তাওহিদ হৃদয় ১৩ বলে ১০ রান করে ফেরেন শানাকার বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে। ধীরগতির ইনিংস খেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নাঈম—২৯ বলে ৩২ রান।

মিরাজ কিছুটা গতি আনলেও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ২৯ রান করে ১৯তম ওভারে তিকশানার দ্বিতীয় শিকার হন। তখন স্কোর ছিল ১৩৫/৫।

শেষদিকে ঝড় তোলেন শামীম পাটোয়ারী। মাত্র ৫ বলেই হাঁকান ২টি ছক্কা, যা ইনিংসে কিছুটা গতিশীলতা আনে। তবে সব মিলিয়ে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪/৫—যা উইকেটের প্রেক্ষাপটে মাঝারি মানের পুঁজি।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ