টানা চার ম্যাচে একাধিক গোল, এমএলএস ইতিহাসে মেসির নতুন রেকর্ড

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জাদু আবারও ফুটে উঠেছে। বৃহস্পতিবার রাতে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ২-১ গোলে জয় অর্জন করে, যেখানে আর্জেন্টাইন মহাতারকা মেসি জোড়া গোল করেন। এই জয়ে তিনি এমএলএস ইতিহাসে একটি নতুন রেকর্ডও স্থাপন করেছেন।
ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৮ মিনিটে তার দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের নিখুঁত লং পাস থেকে আরও একটি গোল করে নিজের নামের পাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করেন।
এই ম্যাচের মাধ্যমে মেসি মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন। এই চার ম্যাচে তার মোট গোল সংখ্যা আটটি।
চলতি এমএলএস মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের থেকে মাত্র দুই গোল পিছিয়ে আছেন, যদিও সারিজ ছয়টি ম্যাচ বেশি খেলেছেন।
ম্যাচ শেষে কোচ ও সাবেক জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাসচেরানো মেসির প্রশংসা করে বলেন, “আমি সবসময় বলি, লিও বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসের সেরা। এই বয়সেও যেভাবে ও খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান যে মেসি আমাদের দলে আছেন।”
স্পোর্টস ডেস্ক/আশিক
টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড ছুঁলেন লিটন, বাংলাদেশের সহজ জয়
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। এরপর ব্যাট হাতে দায়িত্বশীল অর্ধশতকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। যদিও উইকেট ব্যাটিং সহায়ক ছিল, তবে শিশিরের কারণে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। এ নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক লিটন বলেন, “শিশির বড় ফ্যাক্টর ছিল। তবে আমাদের বোলাররা দারুণ করেছে। তাসকিন, ফিজ (মুস্তাফিজুর রহমান) আর সাইফ—সবাই দুর্দান্ত বল করেছে। রিশাদ শিশিরের কারণে বল গ্রিপ করতে কষ্ট পেলেও বাকিরা দারুণ নিয়ন্ত্রণে রেখেছে।” তাসকিন আহমেদ এই ম্যাচে ২৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম ও পারভেজ ইমন দলকে ঝড়ো সূচনা এনে দেন। ইমন ফিরে গেলেও তানজিদ (২৯) ও লিটন দুর্দান্ত একটি জুটি গড়েন। তাদের ৬৬ রানের জুটি ভাঙার পর লিটন আরও আগ্রাসী হয়ে ওঠেন। তিনি ২৬ বলে ফিফটি স্পর্শ করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। এর মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁয়েছেন। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন, আর লিটনের লেগেছে ১০৯টি ম্যাচ। শেষদিকে সাইফ হাসানের ১৯ বলে ৩ ছক্কায় ৩৬ রানের ক্যামিওতে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে।
ম্যাচসেরা হওয়ার পর তাসকিন আহমেদ জানান, “এমন ম্যাচ দিয়ে সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। চোট থেকে ফেরার পর ছন্দে ফিরতে একটু সময় লাগছে, তবে ধীরে ধীরে ভালো লাগছে। ফিজিওর সঙ্গে কাজ করছি, প্রক্রিয়া মেনে এগোচ্ছি। কঠোর পরিশ্রম করলে ফল মিলবেই।”
সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
/আশিক
নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিল টাইগাররা
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন-সাইফ-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে সফরকারীরা। শনিবার সিলেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। বল হাতে এদিন সবচেয়ে সফল ছিলেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন চার উইকেট।
বাংলাদেশ দল নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে নেদারল্যান্ডস। তবে সে ধারা ধরে রাখতে পারেনি তারা।
দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্স ও’দোদ ১৫ বলে ২৩ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপরই রান তোলার গতি ধীর হয়ে যায় নেদারল্যান্ডসের।
বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।
টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডস থেমে যেতে পারতো১০০ রানের আশপাশেই। তবে অষ্টম উইকেটে ১৫ বলে ২৭ রানের জুটি করে পুঁজি কিছুটা বাড়িয়ে নেন ট্রিম প্রিংগেল ও আরিয়া দত্ত।
প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হন। ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান। বল হাতে তাসকিন আহমেদ চার উইকেট ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।
এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর নেদারল্যান্ডসের কোচ রায়ান কুককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাচ মিডিয়া ম্যানেজার কোরেভ রুডগার্ভস মজার ছলে বলেন, “আমি এরই মধ্যে তিন কিলোমিটার হেঁটেও কোচকে পাচ্ছি না। কেউ দেখেছেন নাকি?” এ কথা শুনে আশেপাশের সবাই হেসে উঠলেও, এই ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদনমূলক দিকটিকেই তুলে ধরে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই উপভোগের মন্ত্র নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশ দল তাদের আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটকে আবুধাবির কন্ডিশনের মতোই বিবেচনা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি আশা করছেন, এই সিরিজে বড় স্কোর করার অভ্যাস গড়ে তুলবে বাংলাদেশ।
ডাচদের লক্ষ্যও একই, সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করা। তবে বাংলাদেশ কোচ ফিল সিমন্স প্রতিপক্ষকে দুর্বল দল হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কিছু নয়।”
বাংলাদেশ দল নিয়ে আলোচনা খুব বেশি না থাকলেও, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কা ও দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই সিরিজেও তারা ভালো ক্রিকেট খেলার দিকেই মনোযোগ দিচ্ছে। দলে ফেরা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে নিয়েই শুধু কিছু কৌতূহল আছে।
কোচ ফিল সিমন্স বলেন, “হারলে সমালোচনা তো হবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলে আমাদের সমালোচনা হয়। তাই নিচের দিকে থাকা দলের বিপক্ষে হেরে যাওয়া খারাপ কিছু নয়। কারণ, আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা কীভাবে খেলি এবং কী মান নির্ধারণ করতে চাই, তা নিয়ে ভাবি। আমি নিশ্চিত যে আমরা যদি সেই স্তরে খেলি, তাহলে জিতব।”
ট্রফি উন্মোচনের জন্য ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস আগেই অপেক্ষায় ছিলেন। এরপর লিটন দাসও তার পেছনে সতীর্থদের অনুশীলনে রেখে চলে আসেন। দুই অধিনায়ক হাসিমুখে মাঠের মধ্যেই ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের মাঝেই মাঠের দিকে চোখ পড়লে দেখা যায়, জাকের আলী অনিক বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। তার ছক্কার আওয়াজে শোনা যায়, ‘বল আসছে, সাবধান!’
সাধারণত সিলেটে বৃষ্টির পূর্বাভাস দেওয়া কঠিন, তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
/আশিক
টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস
এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে প্রস্তুতির একটি আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তবে তার প্রধান লক্ষ্য হলো, বাংলাদেশ দল যেন টি-টোয়েন্টিতে নিয়মিতভাবে ২০০ থেকে ২৫০ রানের বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তোলে।
আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নেদারল্যান্ডসকেঅনেকেই দুর্বল প্রতিপক্ষ ভাবলেও লিটন তাদের হালকাভাবে নিচ্ছেন না। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক ছোট দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা যদি হেরে যাই, হেরে যাব। কিন্তু মূল বিষয় হলো আমরা কতটা ভালো খেলতে পারছি।”
লিটন জানান, সিলেটের ব্যাটিং সহায়ক উইকেট আর এশিয়া কাপের ভেন্যু আবুধাবির কন্ডিশন প্রায় একইরকম হবে। তিনি বলেন, “আবুধাবিতেও উইকেট ব্যাটিং সহায়ক হবে, ঠিক যেমনটা সিলেটে। তবে ২০০-২৫০ রান করতে হলে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, দলের খেলোয়াড়রা শিশিরের মধ্যে অনুশীলন করেছে এবং তারা জানে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।
অধিনায়ক আরও জানান, নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের দলে ফেরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তিনি বলেন, “তাদের দলে ফেরানোয় আমি খুব খুশি। সোহান বহুদিন ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে। সাইফের আক্রমণাত্মক মানসিকতা আমাদের মিডল অর্ডারে দরকার ছিল। সঙ্গে সে কিছুটা বোলিংও করতে পারে। দু-এক ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের দল থেকে বাদ দেওয়া হবে না।”
তবে বৃষ্টির কারণে আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করা হয়। অন্যদিকে অতিথি দল নেদারল্যান্ডস বিকেলে ভালোভাবে তাদের নেট সেশন সম্পন্ন করেছে।
/আশিক
জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন মেসি
চোট কাটিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে ইন্টার মিয়ামি লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে। চোটের কারণে মেসি মিয়ামির আগের দুটি ম্যাচে খেলতে পারেননি। আজ ফিরে এসেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।
ম্যাচের শুরু থেকেই ইন্টার মিয়ামি আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পায় অরল্যান্ডো সিটি। ৪৬ মিনিটে মারিও পাসালিচের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ এই একই স্কোরলাইনে শেষ হয়।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় মিয়ামি। তবে সমতাসূচক গোলটি আসে ম্যাচের ৭৫ মিনিটে। অরল্যান্ডোর খেলোয়াড় ব্রেকালো মিয়ামির খেলোয়াড়কে বক্সে ফেলে দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এবং মিয়ামি পেনাল্টি পায়। ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন লিওনেল মেসি।
ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৮ মিনিটে। জর্দি আলবার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন মেসি। বাম পাশ থেকে বাম পায়ে নেওয়া তার শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়, এতে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
যোগ করা সময়ে তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে মিয়ামি ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। লুইস সুয়ারেজের পাস থেকে সেগোভিয়া বক্সে ঢুকে চিপ শটে গোলটি করেন।
এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মিয়ামি লিগস কাপ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে সিয়াটল সাউন্ডার্স ও এলএএফসি-এর মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। ২০২৩ সালে মেসির অভিষেকের বছরেই এই দলটি লিগস কাপের শিরোপা জিতেছিল। এবারও নিশ্চয়ই তারা সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন।
/আশিক
‘প্রীতির হ্যাটট্রিক’-এ নেপালকে হারাল বাংলাদেশ
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফিরতি রাউন্ডও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৭ আগস্ট) তারা নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। এই ম্যাচে একাই হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি থুইনু মারমার।
এর আগে প্রথম লেগের শেষ ম্যাচেও বাংলাদেশ নেপালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল। ফিরতি রাউন্ডের এই জয় বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকিয়ে রেখেছে।
প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের তিনটি গোলই হয়েছে শেষ আট মিনিটে। ৩৮ মিনিটে থুইনু মারমার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। ইনজুরি সময়ে নেপাল একটি গোল করে ব্যবধান ২-১ করে।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের হয়ে বাকি দুটি গোলই করেন প্রীতি। তিনি ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৮৬ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। এরপর বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু শেষ দিকে প্রীতিকে বসিয়ে বিশ্রাম দেন।
এই ম্যাচ জয়ের পর বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে ভারতের সমান্তরালে রয়েছে। সন্ধ্যাবেলায় ভারত খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৩১ আগস্ট ভারতের বিপক্ষে। পরের ম্যাচে ভুটানকে হারালে বাংলাদেশ ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।
/আশিক
এক বলে ৩ ছক্কা! সিপিএলে অবিশ্বাস্য রেকর্ড
ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটে না, তবে গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই অসম্ভব ঘটনাই সম্ভব হয়েছে। সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস ইনিংসের ১৫তম ওভারে মাত্র একটি বলে ২২ রান দিয়েছেন। পুরো ওভারে দিয়েছেন ৩৩ রান। এক ওভারে ৩৩ রান সাধারণত হতেই পারে, কিন্তু এক বলে ২২ রান কীভাবে হলো?
ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টমাসের করা ১৫তম ওভারের প্রথম দুই বল থেকে রান আসে ৪। এরপর ওভারের তৃতীয় বলটি ডট বল হলেও পরে দেখা যায় সেটি ছিল ‘নো বল’। ফ্রি হিটে টমাস আবার ওয়াইড বল করেন। তার পরের দুটি বলও ছিল ‘নো বল’।
গায়ানার ব্যাটসম্যান রোমারিও শেফার্ড এই ফ্রি হিটগুলোর সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। প্রথম ফ্রি হিটে তিনি ছয় মারেন। এরপর আরও দুটি ‘নো বল’ হলে সেই দুটি ফ্রি হিটেও শেফার্ড পরপর দুটি ছয় মারেন। অর্থাৎ, একটি ‘লিগাল’ ডেলিভারিতেই টমাস পরপর তিনটি ছক্কা হজম করেন।
ম্যাচটিতে ১০ বলের ১৫তম ওভারের শেষ বলে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। এরপর ইনিংসের ১৭তম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন ২৭ রান দেন। এক ওভার শেষ করতে তার লাগে ১২ বল। এই ওভারে শেফার্ড দুটি চার ও দুটি ছয় মারেন। সব মিলিয়ে এই অলরাউন্ডার ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
এমন দুটি বাজে ওভারের পরও শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াই ম্যাচটি জিতেছে। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা গায়ানা ২০২ রান করে। জবাবে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দল সেন্ট লুসিয়া ১১ বল বাকি থাকতেই সেই লক্ষ্য পেরিয়ে যায়।
এসএ টোয়েন্টিতে বাংলাদেশিদের অংশগ্রহণ: রিয়াদসহ ২৩ জনের নাম ড্রাফটে
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম, যেখানে এবার বাংলাদেশ থেকে মাহমুদউল্লাহ রিয়াদসহ মোট ২৩ জন ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। নিলামের জন্য মোট ৭৮২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আগ্রহী। চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তাই দক্ষিণ আফ্রিকার এই আসরেও নাম দিয়েছেন সাবেক এই টাইগার অলরাউন্ডার। তবে রিয়াদ ছাড়া বাকি ২২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
ড্রাফটে নাম জমা দেওয়া মোট ৭৮২ জন ক্রিকেটারের মধ্যে ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার এবং ৪৫৪ জন বিদেশি খেলোয়াড়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ড থেকে এসেছেন ১৫৩ জন, যা সর্বোচ্চ। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭ এবং ভারতের ১৩ জন ক্রিকেটার রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার এবং কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও তালিকায় আছেন।
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে এবং নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের ৩ জন করে ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। এই তালিকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিছু বড় নামও দেখা যাবে, যেমন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয় এবং সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৪৬ বছর বয়সী প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির আছেন সবচেয়ে অভিজ্ঞদের তালিকায়।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এমন তারকাদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস-এর মতো ক্রিকেটাররাও ড্রাফটে রয়েছেন। এবারের নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে এবং এজন্য তাদের মোট ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার সুযোগ থাকবে।
/আশিক
সাকিবের নতুন ইতিহাস: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য ‘ডাবল’
পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একইসঙ্গে এই ফরম্যাটে ৭ হাজার রান এবং ৫০০ উইকেট শিকারের অনন্য এক ‘ডাবল’ রেকর্ডের মালিকও হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। ম্যাচটিতে তিনি ২ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এই ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে তার মোট উইকেটের সংখ্যা এখন ৫০২। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার। এই রেকর্ডে তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের আগে এখন আছেন কেবল চারজন।
টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে। তিনি ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে ৪৮ বার সেরা হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন ৪৫ বার। সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে।
হেলস, পোলার্ড এবং ম্যাক্সওয়েলকে পেছনে ফেলা সাকিবের জন্য সহজ হলেও, গেইলকে টপকে যাওয়া বেশ কঠিনই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
/আশিক
পাঠকের মতামত:
- ব্ল্যাকহেড্স দূর করার ঘরোয়া উপায়: মাত্র দুটি জিনিস লাগবে
- মা-মেয়েকে অজ্ঞান করতে গিয়ে ধরা, নিজ জুসেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য
- শরিয়াহবিরোধী,আখ্যায় আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার বন্ধে কঠোর অবস্থান
- টি-টোয়েন্টিতে সাকিবের রেকর্ড ছুঁলেন লিটন, বাংলাদেশের সহজ জয়
- রংপুরে চাপা উত্তেজনা: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ মুখোমুখি
- নুরের পাশে জামায়াত: ঢাকা মেডিকেলে তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদল
- খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন ফেব্রুয়ারির নির্বাচনে
- শঙ্কামুক্ত নন: নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের
- ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী বলছে হোয়াইট হাউস?
- নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিল টাইগাররা
- সবার সক্রিয় সমর্থন চাই: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে তারেক রহমানের আহ্বান
- কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- এক মঞ্চে মামুনুল-চরমোনাই পীর: নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কঠোর বার্তা
- অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ সিরিজ আসছে, কী থাকছে নতুন ফোনে?
- পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
- ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
- শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
- খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
- নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক
- স্বর্ণের দামে স্বস্তি নেই: ফের বাড়ল দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে
- যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
- ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
- নিজের আমলের ফল নিজেই ভোগ করবে মানুষ: হাদিসে কুদসীর শিক্ষা
- গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
- এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- কালো হাত ভেঙে দেওয়া হবে: নুরের ওপর হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি
- নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
- চিয়া বীজ কি সবার জন্য নিরাপদ? জেনে নিন কাদের জন্য এটি বিপজ্জনক
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- নুরের ওপর হামলা,ভারতের মদতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: হাসনাত
- বিএনপির সঙ্গে বরফ না গলায় ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত
- নুরের ওপর হামলার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের
- আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
- আইসিইউতে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড
- কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- দিল্লিতে হাসিনা–এস আলম গোপন বৈঠকে অর্থায়ন, প্রোপাগান্ডা ও অস্থিতিশীলতার কৌশল!
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- মসজিদে প্রবেশের আগে যে ছোট কাজটি আনতে পারে রহমত
- কেন প্রতিদিন লেখার চর্চা আপনাকে করে তুলতে পারে আলাদা? জানুন কিভাবে
- কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি- মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা
- শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ
- সবজির পর এবার অন্য যেসব খাতে আগুন
- আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের অভূতপূর্ব মন্তব্য
- নকলায় বিএনপি থেকে জামায়াতে যোগ ২৪ নেতা-কর্মীর
- নদী ভাঙন রোধে কী পরিকল্পনা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী
- স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার