টানা চার ম্যাচে একাধিক গোল, এমএলএস ইতিহাসে মেসির নতুন রেকর্ড

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১২:৪৭:০০
 টানা চার ম্যাচে একাধিক গোল, এমএলএস ইতিহাসে মেসির নতুন রেকর্ড

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জাদু আবারও ফুটে উঠেছে। বৃহস্পতিবার রাতে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামি নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ২-১ গোলে জয় অর্জন করে, যেখানে আর্জেন্টাইন মহাতারকা মেসি জোড়া গোল করেন। এই জয়ে তিনি এমএলএস ইতিহাসে একটি নতুন রেকর্ডও স্থাপন করেছেন।

ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৮ মিনিটে তার দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের নিখুঁত লং পাস থেকে আরও একটি গোল করে নিজের নামের পাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করেন।

এই ম্যাচের মাধ্যমে মেসি মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন। এই চার ম্যাচে তার মোট গোল সংখ্যা আটটি।

চলতি এমএলএস মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের থেকে মাত্র দুই গোল পিছিয়ে আছেন, যদিও সারিজ ছয়টি ম্যাচ বেশি খেলেছেন।

ম্যাচ শেষে কোচ ও সাবেক জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাসচেরানো মেসির প্রশংসা করে বলেন, “আমি সবসময় বলি, লিও বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসের সেরা। এই বয়সেও যেভাবে ও খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান যে মেসি আমাদের দলে আছেন।”

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ