টি-টোয়েন্টি সিরিজই শেষ সুযোগ: লিটন বললেন, ‘ফর্ম খুঁজে পেতে চেষ্টা করছি’

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১১:১১:৪১
টি-টোয়েন্টি সিরিজই শেষ সুযোগ: লিটন বললেন, ‘ফর্ম খুঁজে পেতে চেষ্টা করছি’

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার বাংলাদেশের সামনে রয়েছে আত্মমর্যাদা রক্ষার শেষ সুযোগ—টি-টোয়েন্টি সিরিজ। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোয় স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বুধবার দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক ফর্ম, দলে মোহাম্মদ সাইফউদ্দিনের ফেরা এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাবনা ঘিরে উঠে আসে নানা প্রশ্ন।

লিটন বলেন, "আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একজন কার্যকর অলরাউন্ডার মিস করছিল। সাইফউদ্দিন সেই শূন্যতা পূরণ করতে পারে। ব্যাটিং-বোলিং দুটোতেই অবদান রাখার সামর্থ্য আছে তার। আমরা চাই, এই সুযোগটা কাজে লাগাক সাইফ।"

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, "আমি সবসময়ই চেষ্টা করি নিজের শতভাগ দিতে। অনুশীলনে যেমন মনোযোগ দিই, ম্যাচেও ঠিক ততটাই মনোযোগ রাখি। তবে অনেক সময় চেষ্টার পরও ব্যর্থতা চলে আসে, সেটাই বাস্তবতা। সমস্যাটা কোথায়, তা খুঁজে বের করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।"

লিটনের ফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে সমালোচনার ঝড়। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থতার পর পরবর্তী দুই ম্যাচে জায়গা হারান তিনি। টি-টোয়েন্টি একাদশেও তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ নিয়ে লিটন বলেন, "ওয়ানডেতে পারফর্ম করতে না পারায় বেঞ্চে বসে থাকতে হয়েছিল। ওই সময়েই যতটা সম্ভব টি-টোয়েন্টির প্রস্তুতি নিয়েছি। এখন চেষ্টা করবো সেটা মাঠে কাজে লাগাতে।"

সাইফউদ্দিন প্রসঙ্গে তিনি আরও বলেন, "সাকিব ভাই যেমন একজন অলরাউন্ডার হিসেবে আমাদের অনেক সময় সামলেছেন, তেমন সাইফও পারতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার মতো খেলোয়াড় দরকার।"

প্রথম ম্যাচের পারফরম্যান্সই অনেকটা দিক নির্ধারণ করে দেবে সিরিজে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন দেখার, লিটন-সাইফউদ্দিনরা কতটা প্রস্তুত এই লড়াইয়ে।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ