ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়ালকে হারাল ৪-০ গোলে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ০৮:৪৫:২৩
ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়ালকে হারাল ৪-০ গোলে

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেটলাইফ স্টেডিয়ামে বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত এই ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে এনরিকের শিষ্যরা।

শুরু থেকে আক্রমণাত্মক খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সূচনা করেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। দেম্বেলের বাড়ানো বল থেকে সুনিপুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিট পরই রিয়াল ডিফেন্ডার রুডিগারের ভুলে বল পেয়ে দ্বিতীয় গোল করেন দেম্বেলে।

রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি আক্রমণ ঠেকালেও ২৪তম মিনিটে আবারও গোল হজম করে দলটি। আশরাফ হাকিমির পাস থেকে রুইজ তার দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধেই তিন গোল খেয়ে বড় ধাক্কা খায় রিয়াল, যা থেকে আর ফিরতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণে ধার ছিল না। উল্টো ৮৭তম মিনিটে চতুর্থ গোল হজম করে তারা। গোলটি করেন গনকালো রামোস, যিনি গোল উদযাপন করেন সদ্য প্রয়াত জাতীয় দলের সতীর্থ দিয়োগো জোটার স্টাইল অনুসরণ করে। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান।

ম্যাচে সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে মাঠে নামলেও আলো ছড়াতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রও ছিলেন নিষ্প্রভ।

এই জয়ে আগামী রোববার (১৩ জুলাই) ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে পিএসজি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ