আবরারকে শ্রদ্ধা জানিয়ে ভারতবিরোধী রাজনীতির বার্তা দিলেন নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৭:১০:৪৪
আবরারকে শ্রদ্ধা জানিয়ে ভারতবিরোধী রাজনীতির বার্তা দিলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে তাঁর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আবরার আমাদের যে পথ দেখিয়ে গেছেন, আমরা সেই পথেই রাজনীতি করছি—বাংলাদেশপন্থি, আগ্রাসনবিরোধী, ফ্যাসিবাদবিরোধী রাজনীতি।”

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় আবরারের পরিবারের সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আবরার শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি ছিলেন জাতির বিবেক। তাঁর হত্যার মধ্য দিয়ে যে প্রতিবাদ গড়ে উঠেছিল, তা আমাদের রাজনীতিতে যুগান্তকারী প্রভাব ফেলেছে। আজকের ‘জুলাই গণঅভ্যুত্থান’ সেই আন্দোলনেরই ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন, “ফেনী নদী চুক্তিতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছিল—এ কথা বলাই আবরারের অপরাধ হয়ে দাঁড়ায়। ছাত্রলীগ তাঁকে নির্মমভাবে হত্যা করে। আমরা এই ধরনের নিপীড়নের বিরুদ্ধে লড়ছি। আমাদের রাজনীতি শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে।”

এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, সাইফুল্লাহ হায়দার, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে যুব শক্তি ও শ্রমিক উইংয়ের নেতারাও অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের পর ২০১৯ সালের আবরার হত্যার প্রতিবাদও ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এক বাঁকবদল। এটি ভারতের আধিপত্যবিরোধী আন্দোলনের নতুন জাগরণ সৃষ্টি করেছিল।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ