শহীদদের প্রতি ভালোবাসা, কিন্তু কেন বেদনার শব্দে বললেন—জুলাই বিক্রি!

সোশাল মিডিয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৬:৪১:০৮
শহীদদের প্রতি ভালোবাসা, কিন্তু কেন বেদনার শব্দে বললেন—জুলাই বিক্রি!

‘জুলাই বিক্রি হয়ে গেছে’—এই সংক্ষিপ্ত কিন্তু আবেগভরা বাক্য দিয়েই নিজের মর্মব্যথা প্রকাশ করলেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আবু ত্ব-হা লিখেছেন, ‘‘জুলাইয়ের মাজলুমদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই আজ আফসোসের সাথে স্বীকার করে নিতে হয়—জুলাই বিক্রি হয়ে গেছে!’’

তাঁর বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে আন্দোলনের ভেতরের হতাশা, ক্ষোভ এবং এক ধরনের নৈতিক বেদনা। তবে হতাশার মাঝেও তিনি আশার সুর টেনেছেন, বলছেন—‘‘তবুও আমরা আশা রাখি, আবারও সেই নিভে যাওয়া মৃত ছাইগুলো আলো হয়ে জ্বলে উঠবে এই শহীদি বাংলায়! মিথ্যে কোনো মরিচিকা রূপে নয়, ইনসাফের তৃষ্ণায় এক মৃতপ্রায় জাতির হৃদয়ের স্পন্দন হয়ে।’’

আবু ত্ব-হা আদনান শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা পর্বে নৈতিক সমর্থন জানিয়ে এসেছেন। তাঁর বক্তব্যে বারবার ফিরে এসেছে ন্যায়, ইনসাফ এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানোর প্রত্যয়।

তাঁর এ বক্তব্য কিছুটা প্রতীকী হলেও এর গভীরে যে রাজনৈতিক ও নৈতিক হতাশা রয়েছে, তা নানামুখী আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গত বছরের জুলাই-অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐক্য এবং তার পরবর্তী গতিপ্রকৃতি নিয়েই এই ‘বিক্রি হয়ে যাওয়া জুলাই’ মন্তব্যটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আন্দোলনের প্রতি তার ভালোবাসা, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের ইনসাফনির্ভর রাষ্ট্রের প্রত্যাশা—সব মিলিয়ে আবু ত্ব-হার এই পোস্ট এখন শুধু একটি মন্তব্য নয়, বরং হয়ে উঠেছে হতাশ মানুষের না বলা কথার প্রতিধ্বনি।

অনলাইন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ