‘খুন করুন’ বলেছিল যারা, তারাই এখন নৈতিকতার কথা বলছে: শফিকুল আলম

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ১৯:৫৭:০১
‘খুন করুন’ বলেছিল যারা, তারাই এখন নৈতিকতার কথা বলছে: শফিকুল আলম

বাংলাদেশে সাংবাদিকতার বর্তমান অবস্থা ও আগত রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি সাংবাদিকতার আস্থা সংকট ও তথাকথিত ‘প্রেসার গ্রুপ’ গঠনের পেছনের বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

প্রেসসচিব লেখেন, “যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।”

তিনি আরও বলেন, “গত সপ্তাহে সিরডাপ অডিটোরিয়ামে আমি ‘প্রেসার গ্রুপ’ ইস্যুতে যেটুকু বলেছি, তার কিছু অংশ এখানে তুলে ধরছি, যেন এ নিয়ে সংশয় না থাকে। বলা হচ্ছে ‘মব’ তৈরি হচ্ছে—আমি সেটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। আর এই গ্রুপ তৈরি হচ্ছে মূলত বিগত সাংবাদিকতার ব্যর্থতার ফলস্বরূপ।”

শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে তাদের (প্রেসার গ্রুপের) ন্যূনতম নাগরিক স্বাধীনতাও রাখা হয়নি। তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের ২৮ জুলাই দেশের শীর্ষ সাংবাদিকরা যখন প্রকাশ্যে বলেছিলেন—‘পুলিশ গুলি করছে না কেন’, ‘এদের খুন করেন’, তখন কি কেউ তা চ্যালেঞ্জ করেছিল?”

তার ভাষায়, “এই ভয়ংকর বক্তব্যের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে। সাংবাদিকতা যদি সত্যিকারের দায়িত্বশীলতা ও আস্থার জায়গা তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে এই ধরণের প্রতিক্রিয়া অনিবার্য হয়ে ওঠে।”

তিনি দাবি করেন, “সমস্যার সব দায়-দায়িত্ব সরকারকে চাপিয়ে দেওয়াটা যেমন যৌক্তিক নয়, তেমনি এটাও মনে রাখা জরুরি যে, সরকার তার সামর্থ্য অনুযায়ী করণীয় করছে। কিন্তু যাঁরা সাংবাদিকতার আস্থাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছেন, তাঁরাই এখন আবার নতুন সরকারকে ঘিরে নিজেদের অবস্থান সাজাচ্ছেন। এটা সাংবাদিকতার মুক্তি নয়, বরং এক ধরণের পুনরাবৃত্তি।”

শফিকুল আলমের এই পোস্ট ইতিমধ্যে সাংবাদিক ও মিডিয়া জগতের বিভিন্ন মহলে আলোড়ন তুলেছে। কেউ এটিকে সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন, কেউ বলছেন—এটি একটি ‘সরকারঘেঁষা ব্যাখ্যা’ যার মাধ্যমে মূল দায় এড়ানোর চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত