মসজিদের টাকায় ঘুষের হাত! দায় এড়াচ্ছে কারা?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৯:৫৪:৪০
মসজিদের টাকায় ঘুষের হাত! দায় এড়াচ্ছে কারা?

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে সরকারিভাবে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই সরকারি অনুদান ছাড় করতে গিয়ে ঘুষের দাবিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন মসজিদ কমিটির সদস্যরা।

স্থানীয় মসজিদ কমিটির অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন অফিসের দুই কর্মকর্তা-কর্মচারী—অফিস সহকারী মাসুম শেখ ও উপ-সহকারী প্রকৌশলী (সাব-ইঞ্জিনিয়ার) আজিজ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ছাড়ে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

মসজিদ কমিটির সভাপতি রহমত আলী জানান, “আমরা প্রথম দফায় টাকা পাওয়ার সময় বলেছিলাম, ঘুষের টাকা পরে দেবো। কিন্তু এখন দ্বিতীয় কিস্তি তুলতে গেলে জানিয়ে দেওয়া হচ্ছে—আগের ১৫ হাজার না দিলে পরবর্তী চেক ছাড় হবে না। কেন টাকা দিতে হবে, সেটা নিয়ে তারা কোনো সদুত্তর দিচ্ছেন না।”

ঘটনার সত্যতা যাচাই করতে গেলে অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান এবং বলেন, ‘স্যারের অনুমতিতে’ টাকা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠান বলেন, “মাস্টাররোল বাবদ কিছু খরচ থাকে, যা সাধারণত ১২০০-১৩০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। তবে এখানে অতিরিক্ত টাকা কেন দাবি করা হচ্ছে, সেটা আমি খোঁজ নিয়ে দেখবো।”

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, “প্রকল্প কর্মকর্তার একজন আত্মীয়ের মৃত্যুর কারণে তিনি এখন ছুটিতে আছেন। তবে অভিযোগটি আমি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।”

উল্লেখ্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হলে জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়গুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ