হোটেলের হাঁড়িতে মৃত্যু ফাঁদ? অভিযানে ফাঁস অজানা সত্য

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ২০:৪১:২৫
হোটেলের হাঁড়িতে মৃত্যু ফাঁদ? অভিযানে ফাঁস অজানা সত্য

নাটোরের নলডাঙ্গায় এক হোটেলে রান্নার উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল প্রায় ১০ কেজি মরা মুরগি। তবে এক সচেতন ক্রেতার তৎপরতায় বিষয়টি ধরা পড়ার পর তৎক্ষণাৎ অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে এবং মরা মুরগিগুলো ধ্বংস করা হয়।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারে অবস্থিত ফজল আলীর হোটেলে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম।

অভিযান চলাকালে হোটেল মালিক তার অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হোটেলের রান্নাঘর থেকে উদ্ধারকৃত ১০ কেজি মরা মুরগি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, “নলডাঙ্গা বাজারের একটি হোটেলে মরা মুরগি সংরক্ষণের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এমন স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।”

স্থানীয়রা জানান, অনেক হোটেলেই নিয়ম না মেনে অস্বাস্থ্যকর উপায়ে রান্নার প্রবণতা বাড়ছে। এই অভিযান সাধারণ জনগণের আস্থার জায়গা তৈরি করবে বলে তারা মনে করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ