চিঠির আড়ালে কী বার্তা টিউলিপের? সিদ্ধান্ত কি আইনের হাতে?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ০৯:০০:২৫
চিঠির আড়ালে কী বার্তা টিউলিপের? সিদ্ধান্ত কি আইনের হাতে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পাঠানো একটি চিঠি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনূসের প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, “চিঠিটি আমরা পেয়েছি। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ায় জড়িত, তাই তা আইনানুগভাবেই পরিচালিত হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড. ইউনূসের চলমান লন্ডন সফরকালে তাঁর রাজা চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। এই সফরকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিক একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইউনূস ও টিউলিপের মধ্যে এই সম্ভাব্য সাক্ষাৎ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করতে পারে, বিশেষ করে যেহেতু উভয়েই আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে রয়েছেন এবং মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সরব ভূমিকা রাখেন।

-অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ