‘গণতন্ত্রের পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত’: খালেদা জিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ২০:৫২:২৯
‘গণতন্ত্রের পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত’: খালেদা জিয়া

দেশে গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রা বারবার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিওবার্তায় এই মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া বলেন,

“যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র আজ পদে পদে বাধার মুখে পড়ছে।” তিনি আরও বলেন, “খুব শিগগিরই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সাক্ষী হব।”

বিএনপির চেয়ারপারসন শহীদ জিয়ার স্মরণে বলেন, “তাঁর রেখে যাওয়া গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাতে হবে।” এই সময় তিনি নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানান এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতা দেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ এবং অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ