খাগড়াছড়িতে ট্রাক্টর-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুনে পুড়ল গাড়ি, আহত ৪

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৫:৪৮:৪৪
খাগড়াছড়িতে ট্রাক্টর-কাভার্ড ভ্যান সংঘর্ষে আগুনে পুড়ল গাড়ি, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ইটবোঝাই একটি ট্রাক্টর ও কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন ধরে গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়লার টিলা এলাকায়।

আহতরা হলেন—থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। তাঁরা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ট্রাক্টরের চালক ও শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানে আগুন ধরে যায়। চালক ও সহকারী লাফিয়ে গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করলেও পরে তাঁরা পালিয়ে যান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেন তাঁরা।

সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পুলক দে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানিয়েছেন, আহত চারজনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগলেও কেউ দগ্ধ হননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ